SSC: সুপ্রিম নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের তোড়জোর এসএসসির, পরীক্ষার OMR শিট সংরক্ষণে বড় সিদ্ধান্ত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC: সুপ্রিম কোর্টের রায়ের পরেই এবার তৎপরতা স্কুল সার্ভিস কমিশনের। নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় এসএসসির।
কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ের পরেই এবার তৎপরতা স্কুল সার্ভিস কমিশনের। নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ বিধি প্রস্তুতির তোড়জোড় এসএসসির। এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। লিখিত পরীক্ষা শেষে ওএমআর শিট-এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষার ফলপ্রকাশের আগে নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে। কাউন্সিলিং পর্ব নিয়েও একাধিক পরিকল্পনা নিচ্ছে এসএসসি। এপ্রিল মাসের মধ্যেই নিয়োগবিধি প্রস্তুত করে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠাতে চায় এসএসসি বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর।
আরও পড়ুন: IIT দিল্লি জিনিয়াসদের প্রথম পছন্দ, কোন স্ট্রিমে ভর্তিতে কত RANK মাস্ট? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
নিয়োগবিধি প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছে এসএসসি। ইতিমধ্যেই বিভিন্ন রিজিয়ানের চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক হয়েছে এসএসসি চেয়ারম্যানের বলে সূত্রের খবর।
advertisement
advertisement
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল৷ চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার চাকুরিজীবী৷ এর মধ্যে ছিলেন চিহ্নিত ‘অযোগ্যে’রাও৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যা জানাল, তাতে কিছুটা হলেও স্বস্তি পেলেন চাকরিহারাদের একাংশ৷
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! মায়ের কথাতেই ছাদনাতলায় ‘নাড়ু’, পাত্রী রিঙ্কু কে?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ এদিন কমিশনের আইনজীবীর কাছে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, আগামী ৩১ মে নিয়োগের বিজ্ঞেপ্তি জারি করতে হবে কমিশনকে, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 10:36 AM IST