SSC Scam: বিজ্ঞান বিভাগের শিক্ষক বাতিলে বন্ধ হয়েছে ক্লাস! অথৈ জলে বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। তার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে।
অনুপম সাহা, বাদুড়িয়া: সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। তার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। ঠিক এমনই দৃশ্য দেখা গেল বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন স্কুলে। এখানে ছাত্রীর সংখ্যা ২১০০। আদালতের নির্দেশে এই স্কুলের বিজ্ঞান বিভাগের চারজন শিক্ষক চাকরি হারিয়েছেন যার ফলে চরম বিপাকে পড়েছেন পড়ুয়ারা। স্কুলের ছাত্রীরা জানায়, “আমরা মাধ্যমিকের ছাত্রী, জুনিয়র স্টুডেন্টও রয়েছে। বিজ্ঞান বিভাগে আমাদের সমস্যা হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ হলেই চাকরির সুযোগ! একগুচ্ছ শর্ট টাইম কোর্স রামকৃষ্ণ মিশনের এই ক্যাম্পাসে
আমরা বুঝতে পারছি না আমদের বিজ্ঞান ক্লাস গুলি কীভাবে নেওয়া হবে। আমরা বিজ্ঞান পড়তে পারবও না। ফলে, বিজ্ঞান পড়তে আমাদের অসুবিধা হয়ে যাবে। দ্রুত সমস্যার সমাধান হোক।
advertisement
advertisement
এই প্রসঙ্গে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী জানান “এই স্কুলে ছাত্রীর সংখ্যা ২১০০, সেই তুলনায় শিক্ষক সংখ্যা কম। ২০১৬ সালে চারজন শিক্ষক নিয়োগ হয়েছিল। তিনজন বিজ্ঞানের এবং একজন অঙ্কের শিক্ষকের ভরসায় ক্লাস চলছিল। আদালতের নির্দেশে তাও হারিয়েছি। পরীক্ষার সময় এত খাতা দেখা কিংবা আগামী দিনে বাচ্চাদের পড়াশোনা সব কী ভাবে সম্ভব হবে? প্রত্যেক ক্লাসে আমরা শিক্ষক দিতে পারব না। আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। ভেবে পাচ্ছি না আমরা কী করব। বিজ্ঞান বিভাগ ও অঙ্কে খুব অসুবিধা হবে আমাদের।”
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 5:04 PM IST