SSC Recruitment Scam: একলপ্তে হাজার হাজার শিক্ষকের চাকরি নেই! এ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কী হবে? বিরাট আশঙ্কা

Last Updated:

SSC Recruitment Scam: এ বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। এই পরিস্থিতিতে শিক্ষকদের একাংশের দাবি, যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের বেশিরভাগই উচ্চ মাধ্যমিকের শিক্ষক।

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল (প্রতীকী ছবি)
২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল (প্রতীকী ছবি)
কলকাতা: কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। একেবারে নতুন ধাঁচায় হবে পঠনপাঠন থেকে পরীক্ষা। এমন সময় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক শিক্ষকের চাকরি বাতিল।
একলপ্তে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, ‘নতুন সেমিস্টার পদ্ধতিতে কী ভাবে পড়ুয়াদের পড়ানো হবে, তা নিয়ে কিছু দিনের মধ্যেই বেশ কিছু প্রশিক্ষণ শিবির করার কথা। কিন্তু এই পরিস্থিতিতে কতজন শিক্ষক এই প্রশিক্ষণ নেবেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। উচ্চ মাধ্যমিকে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো নতুন বিষয় যোগ হয়েছে। এই দু’টি বিষয় পড়াতে বিজ্ঞান বিষয়ক শিক্ষকই প্রশিক্ষণ নিয়েছেন। এ বার তাঁরা যদি বাতিলের তালিকায় থাকেন, তা হলে এগুলোই বা কে পড়াবেন?’
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়
এ বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। এই পরিস্থিতিতে শিক্ষকদের একাংশের দাবি, যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের বেশিরভাগই উচ্চ মাধ্যমিকের শিক্ষক। ওই স্তরে একটি বিষয় পড়ানোর জন্য এক জন শিক্ষকই থাকেন। তাঁর বিষয়টি অন্য বিষয়ের শিক্ষক পড়াতে পারেন না। চাকরি বাতিলের জেরে এবার পড়ুয়াদের পড়াশোনার কী সুরাহা হবে তা-ই প্রশ্নচিহ্নের মুখে।
advertisement
advertisement
স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি বাতিল হওয়া যোগ্য শিক্ষকেরাও যাবেন সুপ্রিম কোর্টে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, পড়ুয়াদের পঠনপাঠন কী ভাবে হবে, তা নিয়ে কেউ কি চিন্তাভাবনা করছেন? গরমের ছুটির পরে স্কুল খুললে কী হবে, তা নিয়ে কারও কোনও সুনিশ্চিত পরিকল্পনা রয়েছে? আশঙ্কায় রাজ্যের হাজার হাজার পড়ুয়া ও তাঁদের অভিভাবকেরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment Scam: একলপ্তে হাজার হাজার শিক্ষকের চাকরি নেই! এ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কী হবে? বিরাট আশঙ্কা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement