Sukanta Majumdar: সুকান্তর গড়ে বিজেপির প্রচারে কোয়েল, ভোটের ময়দানে সুন্দরীকে দেখে শোরগোল! সঙ্গে দারুণ 'রহস্য'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Susmita Goswami
Last Updated:
Sukanta Majumdar: বালুরঘাটে বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন এই সুন্দরী। ভোটের ময়দানে ইনি কে? দেখুন
দক্ষিণ দিনাজপুর: দ্বিতীয়বারের জন্য স্বামী ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশাল এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে না প্রার্থী সুকান্তর। এমত অবস্থায় বালুরঘাট শহরে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার।
গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। আগামী ২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রচার চালাবেন বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদারের স্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন। মোট ১৮০০ বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর।
advertisement

advertisement
আরও পড়ুন: প্রশ্নপত্রে একাধিক ভুল! এবার প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
এর মধ্যেই প্রার্থীরা নিজেদের সর্বচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন। বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। পায়ে হেটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।
advertisement

এ বিষয়ে সুকান্তর সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার জানান, তাঁর স্বামী বালুরঘাট শহরে সেইভাবে সময় দিতে পারছেন না। তাই স্বামীর হয়ে তিনি প্রচার করছেন। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছেন। মূলত বিকেলে যতটা সময় পাচ্ছেন সেই সময় প্রচার করছেন। এমনকি সুকান্ত মজুমদার কী কী উন্নয়ন করেছেন সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন৷ সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন তিনি।
advertisement
সুকান্ত মজুমদার বলছেন, “সময় খুব সীমিত। দ্বিতীয় দফায় আমাদের ভোট। আমি সব জায়গায় যেতে পারছি না। শহরে আমার সহধর্মিণী আমার হয়ে মানুষের বাড়ি যাচ্ছে, প্রচার করছে।” পেশায় শিক্ষিকা কোয়েল মজুমদারের কোনও দিনই রাজনীতিতে আগ্রহ নেই। অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীকে সাহায্য করতেই নতুন ভূমিকায় তিনি।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 5:36 PM IST