SSC | Teachers Recruitment: শীঘ্রই এসএসসি-র মাধ্যমে রাজ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে, আশাবাদী শিক্ষামন্ত্রী!
- Published by:Piya Banerjee
Last Updated:
SSC | Teachers Recruitment: বিধানসভায় শিক্ষামন্ত্রী জানান, আইনি জটিলতা কাটলেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র মাধ্যমে রাজ্যে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে।
#কলকাতা: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আগামী দিনে রাজ্যে প্রায় ১৫০০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে বলে খবর(SSC)। শিক্ষক নিয়োগ নিয়ে আইনি জট কাটলেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।
বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া(Teachers Recruitment) প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলাও। কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা বিচারাধীন থাকায় কার্যত শিক্ষক নিয়োগ যে থমকে গিয়েছিল, তা বলাই বাহুল্য।
advertisement
কিন্তু ফের এক বার আশার আলো জাগালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সম্প্রতি বিধানসভায় শিক্ষামন্ত্রী জানান, আইনি জটিলতা কাটলেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)-র মাধ্যমে রাজ্যে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে। প্রসঙ্গত, পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bandyopadhyay) শীঘ্রই শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এ বার মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাতেই কার্যত সীলমোহর দিলেন ব্রাত্য বসু।
advertisement
advertisement
রাজ্য সরকার দ্রুত শিক্ষক নিয়োগ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী( Education Minister)। এই প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র (SSC)তরফে শিক্ষকদের অভিযোগ শোনা হচ্ছে। যার জন্য আমরা একটি বিশেষ সেল তৈরি করেছি।"
advertisement
মামলার শুনানি ছাড়াও, দ্রুত জটিলতা কাটানোর জন্য আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শও নিচ্ছে রাজ্য সরকার(SSC)। এ ক্ষেত্রে রাজ্য সরকারকে মামলাকারীদের সমস্যা সমাধানের জন্য হাইকোর্ট তিন মাস সময় দিয়েছে। এর আগে এসএসসির ছয় ঊর্ধ্বতন আধিকারিক প্রতিদিন মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন। যার রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
advertisement
আদালত সূত্রের খবর, বর্তমানে আদালতে প্রায় ৫০০০ জন শিক্ষার্থীর মামলার এখনও পর্যন্ত কোনও রকম নিষ্পত্তি হয়নি(SSC)। গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩০০ জন চাকরিপ্রার্থীর(Teachers Recruitment) শুনানি হয়েছে। এর পর আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও ১২০০ জন মামলাকারীর শুনানি হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
শুধু তা-ই নয়, চলতি বছরের মধ্যে শিক্ষক(SSC) নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি করার চেষ্টা করছে উচ্চ আদালত। অন্য দিকে, রাজ্য সরকারও তাদের তরফে দ্রুত জটিলতা মেটানোর জন্য চেষ্টায় কোনও খামতি রাখছে না। ফলে খুব শীঘ্রই রাজ্যে বিপুল শিক্ষক(Teachers Recruitment) নিয়োগ হতে চলেছে বলে আশাবাদী শিক্ষা দফতর। তবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনও নোটিস সরকারের কোনও ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপলোড করা হয়নি।
Location :
First Published :
November 20, 2021 1:25 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SSC | Teachers Recruitment: শীঘ্রই এসএসসি-র মাধ্যমে রাজ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে, আশাবাদী শিক্ষামন্ত্রী!