ইন্টারভিউ নেওয়ার তোড়জোড় স্কুল সার্ভিস কমিশনের, নভেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড হওয়ার সম্ভাবনা

Last Updated:

গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছে।

ইন্টারভিউ নেওয়ার তোড়জোড় স্কুল সার্ভিস কমিশনের (Representative Image)
ইন্টারভিউ নেওয়ার তোড়জোড় স্কুল সার্ভিস কমিশনের (Representative Image)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ ও ১৪ সেপ্টেম্বর ২০২৫ SLST  পরীক্ষা নিয়েছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর , নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে শীর্ষ আদালত। ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয় রাজ্য। সেপ্টেম্বর মাসের ৭ ও ১৪ তারিখ নেওয়া হয় পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি, নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল। পরীক্ষা শেষের পর জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ইতিমধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড এবং তার চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সঠিক উত্তর কোনটি, আপলোড করা হবে। প্রায় ৫০০ বেশি চাকরিপ্রার্থী উত্তর চ্যালেঞ্জ করেছেন বলে এসএসসি সূত্রের খবর। প্রসঙ্গত, পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫,৬৫,০০০ জন। নবম-দশমের ক্ষেত্রে ৩১,০০০-এর কিছু বেশি ভিন রাজ্যের বাসিন্দা। একাদশ-দ্বাদশে ভিনরাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৫১৭। নবম-দশমের ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন।
advertisement
advertisement
পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। শতাংশের নিরিখে যা ৯১.৬২। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছে ৯৩%। সংখ্যায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যেই তারা নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। সেই মোতাবেক প্রক্রিয়াও শুরু করেছে এসএসসি। বিষয়ভিত্তিক এক্সপার্ট কমিটি তৈরি করার প্রক্রিয়ায় শুরু করেছে মডেল উত্তরপত্র আপলোডের পর। সেই কমিটি প্রত্যেকটি বিষয়ে ভিত্তিক হয়ে যাওয়ার পর এক এক করে প্রত্যেকটি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করবে এসএসসি।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ইন্টারভিউ নেওয়ার তোড়জোড় স্কুল সার্ভিস কমিশনের, নভেম্বরের প্রথম সপ্তাহেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড হওয়ার সম্ভাবনা
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement