Lakshmi Puja 2025: পিসির সঙ্গেই ভোগের আয়োজন, নিজের হাতে দেবীর সাজ, অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তীর বাড়িতে জমজমাট লক্ষ্মী পুজো

Last Updated:
লক্ষ্মীপুজো মানেই সকাল থেকে বেজায় ব্যস্ত ছিলেন মাধুরিমা চক্রবর্তী। প্রতিমা বরণ থেকে রান্না ও ভোগের আয়োজন, সবটাই সামলালেন নিষ্ঠা ভরে। দেবীর পাশাপাশি লাল শাড়িতে অপরূপা তিনিও।
1/5
প্রত্যেক বছরই বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। অন্যথা হল না এই বছরেও। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে নিজের হাতে লক্ষ্মীপ্রতিমা সাজানো থেকে শুরু করে যাবতীয় আয়োজন করলেন অভিনেত্রী।
প্রত্যেক বছরই বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। অন্যথা হল না এই বছরেও। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে নিজের হাতে লক্ষ্মীপ্রতিমা সাজানো থেকে শুরু করে যাবতীয় আয়োজন করলেন অভিনেত্রী।
advertisement
2/5
কান পাতলেই সোমবার বাংলার তারকাদের বাড়ি থেকে উলু ও শঙ্খধ্বনির আওয়াজ পাওয়া গিয়েছে। অভিনেত্রী মাধুরিমার বাড়িতে রবিবার থেকেই শুরু হয়েছিল পুজোর তোড়জোড়। কোজাগরী লক্ষ্মীপুজো বলে কথা! অভিনেত্রী নিজের মতো করে যেমন দেবীকে সাজিয়েছেন, তেমনই সেজেছিলেন নিজেও।
কান পাতলেই সোমবার বাংলার তারকাদের বাড়ি থেকে উলু ও শঙ্খধ্বনির আওয়াজ পাওয়া গিয়েছে। অভিনেত্রী মাধুরিমার বাড়িতে রবিবার থেকেই শুরু হয়েছিল পুজোর তোড়জোড়। কোজাগরী লক্ষ্মীপুজো বলে কথা! অভিনেত্রী নিজের মতো করে যেমন দেবীকে সাজিয়েছেন, তেমনই সেজেছিলেন নিজেও।
advertisement
3/5
টলিপাড়ার পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী। দর্শক মাধুরিমাকে এর আগে ‘রাঙামতি তিরন্দাজ’ ধারাবাহিকে দেখেছেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আচমকাই সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় অভিনেত্রীকে। এরপর ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ‘রাঙামতি তিরন্দাজ’ এবং ‘মিত্তিরবাড়ি’ ছাড়াও মাধুরিমা অভিনয় করেছেন ‘জীবনসাথী’, ‘বঁধূয়া’ এবং ‘ত্রিশূল’-এর মতো ধারাবাহিকেও। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী।
টলিপাড়ার পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী। দর্শক মাধুরিমাকে এর আগে ‘রাঙামতি তিরন্দাজ’ ধারাবাহিকে দেখেছেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আচমকাই সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হয় অভিনেত্রীকে। এরপর ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ‘রাঙামতি তিরন্দাজ’ এবং ‘মিত্তিরবাড়ি’ ছাড়াও মাধুরিমা অভিনয় করেছেন ‘জীবনসাথী’, ‘বঁধূয়া’ এবং ‘ত্রিশূল’-এর মতো ধারাবাহিকেও। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী।
advertisement
4/5
লক্ষ্মীপুজো মানেই সকাল থেকে এদিন বেজায় ব্যস্ত ছিলেন মাধুরিমা। প্রতিমা বরণ থেকে রান্না ও ভোগের আয়োজন, সবটাই সামলালেন নিষ্ঠা ভরে। দেবীর পাশাপাশি লাল শাড়িতে অপরূপা তিনিও।
লক্ষ্মীপুজো মানেই সকাল থেকে এদিন বেজায় ব্যস্ত ছিলেন মাধুরিমা। প্রতিমা বরণ থেকে রান্না ও ভোগের আয়োজন, সবটাই সামলালেন নিষ্ঠা ভরে। দেবীর পাশাপাশি লাল শাড়িতে অপরূপা তিনিও।
advertisement
5/5
‘লক্ষ্মীমন্ত’ মাধুরিমা। পরনে লাল শাড়ি। সঙ্গে সাবেকি সোনার অলঙ্কার। মিষ্টি হাসিতেই নজরকাড়া নায়িকা। কোজাগরীর সন্ধ্যায় লাল শাড়িতে অপরূপা।
‘লক্ষ্মীমন্ত’ মাধুরিমা। পরনে লাল শাড়ি। সঙ্গে সাবেকি সোনার অলঙ্কার। মিষ্টি হাসিতেই নজরকাড়া নায়িকা। কোজাগরীর সন্ধ্যায় লাল শাড়িতে অপরূপা।
advertisement
advertisement
advertisement