SSC-র গুরুত্ব আরও বাড়াল রাজ্য, নয়া দুই পদের ঘোষণা! শুরু অনলাইনে ফর্ম ফিলাপ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
স্কুল সার্ভিস কমিশনকে এবার বিশেষ গুরুত্ব রাজ্যের। উপসচিব পদের জন্য দুটি নতুন পদ তৈরি করল রাজ্য।
স্কুল সার্ভিস কমিশনকে এবার বিশেষ গুরুত্ব রাজ্যের। উপসচিব পদের জন্য দুটি নতুন পদ তৈরি করল রাজ্য। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত। কলকাতার পুলিশের অধীনেও দুই নয়া পদের ঘোষণা করা হল। সোমবার মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের।
নিয়োগের জন্য এসএসসিকে এবার বাড়তি গুরুত্ব দিতে চাইছে রাজ্য। আজ থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। রাজ্যে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলও আসতে চলেছে। দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস এন্ড এনট্রপ্রনরশিপ বিল ২০২৫ নিয়ে আসা হবে। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।
advertisement
advertisement
পাশাপাশি, কলকাতার পুলিশের অধীনে নয়া দুই পদ। আই.পি.এস ক্যাডারের নয়া দুই পথ আজ তৈরি হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কলকাতা পুলিশে যুগ্ম কমিশনার (আইন), যুগ্ম কমিশনার (সাইবার) নয়া দুই পদ তৈরি করা হল কলকাতা পুলিশের। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে সার্ভার ক্রাইম অপরাধকে মাথায় রেখে যুগ্ম কমিশনার সাইবার সংক্রান্ত পদ তৈরি করা হল বলে মনে করছে প্রশাসনিক মহল।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 5:44 PM IST