SSC Exam: বারাসতে এসএসসি পরীক্ষা ঘিরে 'বিরাট' বিতর্ক! কর্তৃপক্ষের 'নিম্নমানের' কলম নিয়েই ক্ষোভ পরীক্ষার্থীদের মধ্যে

Last Updated:

দীর্ঘ বিরতির পর ফের শুরু হওয়া এই পরীক্ষা ঘিরে যেমন উৎসাহ ও প্রত্যাশা লক্ষ করা যাচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে, তেমনই কলম বিতর্কে তৈরি হয়েছে ক্ষোভ ও দুশ্চিন্তা।

পেন বিতর্ক
পেন বিতর্ক
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: দীর্ঘ ন’বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ হচ্ছে এসএসসি পরীক্ষা। সকাল থেকেই বারাসাত মহকুমার ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় উপচে পড়ে। কড়া নিরাপত্তা ও পুলিশের নজরদারির মধ্যেই প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। কিন্তু পরীক্ষা শুরুর আগে নতুন বিতর্কে সরগরম হয়ে ওঠে একাধিক কেন্দ্র।
পরীক্ষার্থীদের অভিযোগ, ব্যক্তিগত কলম ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তার পরিবর্তে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ সরবরাহ করছেন ইউজ-অ্যান্ড-থ্রো নতুন পেন। তবে সেই পেনে কালি ঠিকমতো পড়ছে না বলেই ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। অনেকেই প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় ধরে নিম্নমানের পেন ব্যবহার করে কীভাবে পরীক্ষা দেওয়া সম্ভব হবে! বারাসাতে এসএসসি পরীক্ষা ঘিরে পেন বিতর্ক। কর্তৃপক্ষের দেওয়া কলম নিয়েই ক্ষোভ পরীক্ষার্থীদের মধ্যে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
অন্যদিকে জেলার বেশ কিছু কেন্দ্রে আবার পরীক্ষার্থীদের ব্যবহৃত কলম পরীক্ষা করে হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে অভিভাবকদের একাংশের প্রশ্ন এক এক কেন্দ্রে এক এক নিয়ম কেন হবে! বারাসাত থানার অন্তর্গত চারটি প্রধান কেন্দ্র হল বারাসাত গভর্নমেন্ট কলেজ, বারাসাত ইভিনিং কলেজ, বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন এবং পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। এর মধ্যে বারাসাত গভর্নমেন্ট কলেজে বসেছে সর্বাধিক ৭০২ জন পরীক্ষার্থী। কলেজের তিন তলার ২১টি ঘরে পরীক্ষা হচ্ছে। সকাল থেকেই গেটের বাইরে টাঙানো তালিকা দেখে পরীক্ষার্থীরা নিজেদের নাম খুঁজে নিয়ে প্রবেশ করেন হলে।
advertisement
দীর্ঘ বিরতির পর ফের শুরু হওয়া এই পরীক্ষা ঘিরে যেমন উৎসাহ ও প্রত্যাশা লক্ষ করা যাচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে, তেমনই কলম বিতর্কে তৈরি হয়েছে ক্ষোভ ও দুশ্চিন্তা। যদিও বিষয়টি নিয়ে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। পরীক্ষার্থী অনুপম সাহা বলেন, অন্তত আমাদের ব্যবহারের পেনগুলি যদি ভাল করে পরীক্ষা করে নিয়ে ব্যবহার করতে দেওয়া হত তাহলে আমাদের পরীক্ষার দিতে সুবিধা হত। নতুন দেওয়া পেনে ঠিকমতো কালি পড়ছে না। আরেক পরীক্ষার্থী সুস্মিতা পোদ্দার বলেন, ইউস এন্ড ট্রু যে পিন গুলি দেওয়া হচ্ছে সেগুলি অত্যন্ত নিম্নমানের। নতুন পেনে লেখা কিছুটা হলেও সমস্যা দায়ক। জানিনা কি হবে। সব মিলিয়ে পরীক্ষা শুরুর আগেই পেন বিতর্কে সরগরম বারাসাত।
advertisement
রুদ্র নারায়ন রায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Exam: বারাসতে এসএসসি পরীক্ষা ঘিরে 'বিরাট' বিতর্ক! কর্তৃপক্ষের 'নিম্নমানের' কলম নিয়েই ক্ষোভ পরীক্ষার্থীদের মধ্যে
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement