কপালে ফাঁড়া! SSC পরীক্ষা দিতে আসার পথে বাইক থেকে পড়ে গেলেন পরীক্ষার্থী, শেষ পর্যন্ত কি বসতে পারলেন পরীক্ষায়?
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:Supratim Das
Last Updated:
বীরভূমের মল্লারপুর থেকে বাইকে করে সিউড়ী পরীক্ষা কেন্দ্রে আসছিলেন সুদীপা দে নামে এক পরীক্ষার্থী। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে তিনি বাইক থেকে পড়ে যান। আহত হন, হাতে চোট লাগে।
সিউড়ী: বীরভূমের সিউড়ী চন্দ্রগতি স্কুলে SSC পরীক্ষা দিতে এসে পথদুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থী৷ বীরভূমের মল্লারপুর থেকে বাইকে করে সিউড়ী পরীক্ষা কেন্দ্রে আসছিলেন সুদীপা দে নামে এক পরীক্ষার্থী। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে তিনি বাইক থেকে পড়ে যান। আহত হন, হাতে চোট লাগে।
প্রতিটি কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ৬-৭ জন পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও কোথাও ৮ জন পর্যন্ত পুলিশও রয়েছে। ফলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া গিয়েছে৷ তাঁকে হাসপাতালে চিকিতসা করিয়ে পরীক্ষা কেন্দ্রে পুলিশের গাড়ি করে পাঠালো সিউড়ী থানার পুলিশ। সিউড়ী হাসপাতালে তাঁকে নিয়ে আসে সিউড়ী থানার পুলিশ। তাঁকে চিকিৎসা করিয়ে পরীক্ষা কেন্দ্রে নিজের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পাঠান সিউড়ী থানার আই সি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই। রাস্তায় সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। পরীক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে। ডিসি থেকে শুরু করে শীর্ষ পদস্থ পুলিশ আধিকারিকরাও থাকবেন গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে।
advertisement
কমিশনের সদর দফতরকেও সকাল থেকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। কলকাতা পুলিশ ও বিধাননগর সিটি পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩,১৯,৯১৯ জন। মোট কেন্দ্র ৬৩৬ টি, তার মধ্যে কলকাতায় রয়েছে ৪১ টি কেন্দ্র। সকাল ৮:৩০-৯টার মধ্যে কমিশন থেকে ১৪টি গাড়িতে প্রশ্নপত্র পৌঁছে যাবে কলকাতার কেন্দ্রে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকবেন কলকাতা পুলিশের কনস্টেবল, অফিসার ও সিপাই।
advertisement
সুপ্রতিম দাস
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 12:11 PM IST