কঠিন সময় পেরিয়ে এসে সহজ প্রশ্নপত্র! কেমন হল পরীক্ষা? পরীক্ষার্থীদের একটি জবাবেই স্পষ্ট সব
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
নির্বিঘ্নেই মিটল এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষে হল থেকে হাসিমুখেই বেরিয়ে এলেন পরীক্ষার্থীরা। গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের থেকে জানা গেল প্রশ্ন অনেকটাই সহজ এসেছে। ব্যাকরণ বিষয় আয়ত্তের মধ্যেই এসেছে বলে দাবি করেছেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র নিয়ে কারোর কোনো ক্ষোভ নেই।
কলকাতা: নির্বিঘ্নেই মিটল এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষে হল থেকে হাসিমুখেই বেরিয়ে এলেন পরীক্ষার্থীরা। গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের থেকে জানা গেল প্রশ্ন অনেকটাই সহজ এসেছে। ব্যাকরণ বিষয় আয়ত্তের মধ্যেই এসেছে বলে দাবি করেছেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র নিয়ে কারোর কোনো ক্ষোভ নেই। অনেকেই বলছেন উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হলে এবং সবকিছু ঠিকভাবে যদি মানা হয় তবে সুযোগ না পাওয়ার কোনো কারণ নেই।
আরও পড়ুন: নির্বিঘ্নেই মিটল প্রথম দিনের এসএসসি পরীক্ষা! প্রশ্ন দেখে হাসিমুখেই কেন্দ্র ছাড়লেন পরীক্ষা
কিন্তু, এর মধ্যেই অনেকের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যোগ্যতার বিচার হবে হবে তো? এই বিষয় নিয়ে চিন্তিত অনেকেই।
advertisement
শুধু এই রাজ্য থেকেই নয় ভিন রাজ্য থেকেও বহু তরুণ-তরুণী এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। উত্তরপ্রদেশের গাজিপুর, বিহারের পটনা থেকেও পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন।
advertisement
এছাড়াও ২০১৬ সালের তিন-চার জনও দক্ষিণ কলকাতার ওই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। এছাড়া নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা শেষে হাসিমুখেই পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন। এখন সকলে তাকিয়ে যোগ্যতার বিচারের দিকে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2025 2:32 PM IST








