SSC Exam: বড় ঘোষণা! OMR শিটে এই কাজ করলেই বাতিল হবে পরীক্ষা, প্রশ্নের মুখে পড়বে দায়িত্বে থাকা আধিকারিকারও

Last Updated:

SSC Exam: নির্দিষ্ট উত্তর দেওয়ার বদলে ও এম আর শিটে কোনরকম অশ্লীল বক্তব্য, কোন ছবি আঁকা, বা এমন কিছু সিম্বল দিলে সঙ্গে সঙ্গে সেই ওয়েমারকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিকদের ও শিক্ষক - শিক্ষিকাদের।

News18
News18
কলকাতা: নির্দিষ্ট উত্তর দেওয়ার বদলে ও এম আর শিটে কোনরকম অশ্লীল বক্তব্য, কোন ছবি আঁকা, বা এমন কিছু সিম্বল দিলে সঙ্গে সঙ্গে সেই ওয়েমারকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিকদের ও শিক্ষক – শিক্ষিকাদের।
চিহ্নিত করে তার জন্য আলাদা খামে সেই ও এম আর শিট কে রাখতে হবে। সেই খামে লিখতে হবে “উত্তর ব্যতীত অন্য জিনিস লেখা”। প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত করতে পারে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
advertisement
জেলায় জেলায় গাইডলাইন পাঠালো লিখিত পরীক্ষা নিয়ে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।
২০১৬ সালের নিয়োগ দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এদের মধ্যে ১৭,২০৬ জন শিক্ষক শিক্ষিকা। যার মধ্যে ১৫ হাজার ৪০৩ জনকে ‘যোগ্য’ বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ প্রায় ১৮০০ চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড খারিজের পথে হাঁটছে এসএসসি।
advertisement
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Exam: বড় ঘোষণা! OMR শিটে এই কাজ করলেই বাতিল হবে পরীক্ষা, প্রশ্নের মুখে পড়বে দায়িত্বে থাকা আধিকারিকারও
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement