South Calcutta Law College Closed: কেন বন্ধ কসবা ল' কলেজ? কবে খুলবে? কারণ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি কলেজের, কী জানানো হল জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
South Calcutta Law College Closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কসবার ল' কলেজ। কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কবে খুলবে কলেজ?
কলকাতা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কসবার ল’ কলেজ। কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে এই কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে।
কলেজ বন্ধের জন্য পুলিশের তদন্তকেই কারণ হিসেবে সামনে আনছে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরকে জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে।
আরও পড়ুন: বিড়ম্বনা বাড়াচ্ছেন মদন-কল্যাণরা! নেতাদের মুখ বন্ধে এবার বড় পদক্ষেপ তৃণমূলের! তালিকায় প্রথম সারির একাধিক নাম
পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত পঠন-পাঠন চালু করা হবে। উচ্চ শিক্ষা দফতরের ডিপিআই মারফত সাউথ কলকাতা ল কলেজের তরফে চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। প্রসঙ্গত বুধবারই কলেজ বন্ধ ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। কলেজ খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউনিয়ন রুম।
advertisement
advertisement
আরও পড়ুন: উচ্চ শিক্ষায় সরকারি স্কলারশিপ, মাধ্যমিক-HS-এর পর কত নম্বরে কোন স্কলারশিপ পাওয়া যায়? বিশদে জানুন
গাডরুম বন্ধ থাকবে কিনা সেই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, কারণ বর্তমানে সেই ঘর পুলিশি তদন্তের আওতায়। কলেজের বাইরে পুলিশের ব্যারিকেড করে রেখেছে। ভিতরেও পুলিশ রয়েছে। তাই কলেজ বন্ধ রাখা হয়েছে। দ্রুত স্বাভাবিক হলে পঠনপাঠন চালু হবে। উচ্চ শিক্ষা দফতরের ডিপিআই মারফত শিক্ষামন্ত্রীকে চিঠি দিল কলেজ কর্তৃপক্ষ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 4:42 PM IST