Kasba Law College Case TMC: বিড়ম্বনা বাড়াচ্ছেন মদন-কল্যাণরা! নেতাদের মুখ বন্ধে এবার বড় পদক্ষেপ তৃণমূলের! তালিকায় প্রথম সারির একাধিক নাম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kasba Law College Case TMC: কসবা ল' কলেজ কাণ্ডে মুখ খুলে বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র। আর যাতে কেউ মুখ খুলে বিড়ম্বনা না বাড়ায় সেদিকে কড়া নজর রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের।
কলকাতা: কসবা ল’ কলেজ কাণ্ডে মুখ খুলে বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র। আর যাতে কেউ মুখ খুলে বিড়ম্বনা না বাড়ায় সেদিকে কড়া নজর রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই এই বিষয়ে কড় বার্তা দেওয়া হয়েছে।
আর যাতে কেউ মুখ না খোলে সেই বার্তা দেওয়া হয়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের তরফে। সবাইকে মুখ বন্ধ করতে বলা হয়েছে, এমনকী প্রথম সারির একাধিক নেতাদেরও চুপ থাকতে বলা হয়েছে। যা বলার দলের বাছাই করা নেতারা বলবেন, এমনই নির্দেশ রয়েছে। পার্টি লাইন মেনেই তাঁদের কথা বলতে বলা হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু, কতদিন চলবে? কারা পাবেন? বিশদে জানুন
* ইতিমধ্যেই পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। প্রশাসন তার কাজ করছেন।
advertisement
advertisement
* আরজি কর আর কসবা এক নয়। কসবার নির্যাতিতার পরিবার পুলিশি তদন্তে সন্তুষ্ট।
* রাজনৈতিক ভাবে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র দলের কেউ নয়।
আরও পড়ুন: উচ্চ শিক্ষায় সরকারি স্কলারশিপ, মাধ্যমিক-HS-এর পর কত নম্বরে কোন স্কলারশিপ পাওয়া যায়? বিশদে জানুন
এই সব বিষয় মাথায় রেখে আর যাতে কেউ মুখ খুলে বিতর্ক না বাড়ায় তার জন্য নির্দেশ গিয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 4:18 PM IST