WBJEE Results 2023|| রাজ্য জয়েন্টে চতুর্থ মেদিনীপুরের সৌহার্দ্য, উচ্চ মাধ্যমিকে কেমন ফল হয়েছে? জানুন

Last Updated:

WBJEE Results 2023: উচ্চ মাধ্যমিকে একজন ছাড়া রাজ্যের প্রথম দশের তালিকায় নাম করতে পারেনি জেলার কেউ। তবে রাজ্য জয়েন্টএন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করল মেদিনীপুরের সৌহার্দ্য।

মেদিনীপুর: উচ্চ মাধ্যমিকে একজন ছাড়া রাজ্যের প্রথম দশের তালিকায় নাম করতে পারেনি জেলার কেউ। তবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করল মেদিনীপুরের সৌহার্দ্য। মেদিনীপুরের ধর্মা সংলগ্ন এলাকার বিবেকানন্দ নগরের বাসিন্দা সৌহার্দ্য দণ্ডপাট। বাবা প্রণব দণ্ডপাট পেশায় একজন প্রাক্তন সেনা কর্মী। শৈশব থেকে অত্যন্ত মেধাবী এবং পড়াশোনায় মনোযোগী সৌহার্দ্য। সৌহার্দ্য মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
উচ্চ মাধ্যমিকে রাজ্য তালিকায় প্রথম দশে স্নান স্থান অধিকার না করতে পারলেও, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে জেলাকে গর্বিত করেছে সে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সৌহার্দ্য। জানা গিয়েছে, ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৭২ নম্বর পেয়েছিল সৌহার্দ্য। উচ্চমাধ্যমিকে ৫০০ মধ্যে ৪৮৪ নম্বর পেয়েছে সে। প্রিয় বিষয়গুলির মধ্যে ছিল অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিবাদে এসএফআইয়ের অবস্থান কর্মসূচি
সৌহার্দ্য আইআইটি-এর প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। দিন কয়েক পরেই রয়েছে তার প্রবেশিকা পরীক্ষা। তবে রাজ্য জয়েন্টে চতুর্থ স্থান অধিকার করায় গর্বিত তার বাবা-মাও। বাবা প্রণব দন্ডপাট জানিয়েছেন, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিল সে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ছেলের পড়াশুনাতেও সময় দিতেন তিনি। ছেলের ইচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটিতে পড়বার। সেই মতো প্রস্তুতিও নিচ্ছে সে। তবে রাজ্যের জয়তে চতুর্থ স্থান অধিকার করায় খুশি জেলাবাসী।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBJEE Results 2023|| রাজ্য জয়েন্টে চতুর্থ মেদিনীপুরের সৌহার্দ্য, উচ্চ মাধ্যমিকে কেমন ফল হয়েছে? জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement