SLST Scam Case: SLST নিয়োগ দুর্নীতিতেও ফের CBI তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের

Last Updated:

SLST Scam Case: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নির্দেশ আদালতের 
প্রতীকী ছবি।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নির্দেশ আদালতের প্রতীকী ছবি।
#কলকাতা: এবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি (SLST Scam Case) মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। নতুন করে FIR দায়ের করে CBI-কে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির সন্দীপ প্রসাদ মামলাতেও সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি নিয়ে সাবিনা ইয়াসমিন মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ আদালতের।
এসএলএসটি নবম-দশম শ্রেণীর (SLST Scam Case) বাংলা শিক্ষক নিয়োগে নাসরিন খাতুন মামলায় সিবিআই (CBI Probe) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এসএলএসটি নবম-দশম শ্রেণীর ইতিহাস শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে SLST মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি ট্যান্ডনের বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।
advertisement
advertisement
এদিন SSC (School Service Commission) নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনিন্দিতা বেরার করা মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। আদালত জানিয়েছে প্রয়োজনে SSC-র উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্যদের ফের জেরা করতে পারবে সিবিআই। জেরা করতে পারবে রাজনৈতিক নেতাদেরও।
কলকাতা হাইকোর্ট এবার নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। নতুন করে এফআইআর দায়ের করে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামিকালের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েেছ কলকাতা হাইকোর্ট। কেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা মিথ্যে বলছেন তা জানা জরুরি বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
এবার তদন্তের স্বার্থে ফের এসএসসির (SSC) উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জেরা করতে পারে সিবিআই। তার অনুমতি দিল আদালত। প্রসঙ্গত এই নিয়োগ দুর্নীতি মামলায় (CBI Probe) বারবারই উঠে এসেছে শান্তি প্রসাদ সিনহার নাম। কেন শান্তি প্রসাদ সিনহা মিথ্যে কথা বলছেন তা জানা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লক্ষ্মী টুংগা মামলায় সিবিআই নির্দেশ দিয়েছে আদালত। ৫ এপ্রিল এই মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। গ্রেফতারে স্থগিতাদেশ আছে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SLST Scam Case: SLST নিয়োগ দুর্নীতিতেও ফের CBI তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement