Siliguri News: টিস্যু কালচার কী জানেন? এই কোর্সে স্বনির্ভর হতে পারেন আপনি

Last Updated:

তথাকথিত পড়াশুনার মধ্যে না গিয়ে একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা থাকলে আপনি শিখে নিতে পারেন টিস্যু কালচারের কোর্স।

+
টিস্যু

টিস্যু কালচার

#শিলিগুড়ি: তথাকথিত পড়াশুনার মধ্যে না গিয়ে একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা থাকলে আপনি শিখে নিতে পারেন টিস্যু কালচারের কোর্স। যেটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম ডিপার্টমেন্টে শেখানো হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের কোফাম একটি শাখা। যেখানে তথাকথিত চাষ আবাদের বাইরে কি করে অল্প সময়ে অন্য ধরনের চাষাবাদ করে আয় করা যায় সেই সমস্ত জিনিস শেখানো হয়। তেমনি একটি বিষয় হলো টিস্যু কালচার।
কী এই উদ্ভিদ টিস্যু কালচার
উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে (যেমন-শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি ইত্যাদি) বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত (sterile) অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ (এবং পূর্ণাঙ্গ চারাউদ্ভিদ সৃষ্টি) করাকে টিস্যু কালচার বলে। অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার।
advertisement
advertisement
কী করে গবেষণাগার বানাবেন
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম ডিপার্টমেন্টে একমাত্র টিস্যু কালচারের ল্যাবরেটরী রয়েছে। যেখানে অর্কিড থেকে শুরু করে কমলা থেকে শুরু করে সমস্ত রকম উদ্ভিদের চারা তৈরি করা হয়। এবং এটি খুব সহজ পদ্ধতির মাধ্যমেই আপনারা নিজেদের বাড়িতেও তৈরি করে থাকতে পারবেন। তার জন্য আপনাদের করে নিতে হবে একটি কোর্স। ইতিমধ্যেই বহু মানুষ এই কোর্সের দ্বারা উপকৃত হয়েছেন বিশেষত পাহাড়ের মানুষেরা।
advertisement
কী কী উপকার রয়েছে
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে উদ্যান পালনের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় চাষীদের। ধরে নেওয়া যাক একটি কমলা গাছ যে পরিমাণে কমলা দিত, চার-পাঁচ বছর পরে সেটি আর পাওয়া যাচ্ছে না গাছে পোকা ধরে গেছে অথবা গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে আপনি যেই প্রথম গাছটি থেকে সুস্বাদু কমলা উৎপাদন হত সেই চারা গাছটি তৈরি যাবে। তাতে কমলার গুণগত মান নষ্ট হবে না এবং এই কোর্সটি করার পরে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার থেকে লোন পেতেও সুবিধা হবে যেই লোন নিয়ে নিজের বাড়িতেই টিস্যু কালচারের গবেষণাগার তৈরি করা যাবে।
advertisement
কোর্সের মেয়াদ: প্রতিটি কোর্স ৩ মাস এবং ৬ মাসের করা হয়ে থাকে এবং কোর্স শেষে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয় বিশদে জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে।
ওয়েবসাইট: www.nbu.ac.in
ফোন নাম্বার: 91 99337 72912 / 918768525564
ইমেইল : biotech@nbu.ac.in
কোর্স ফি: ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে অথবা সরাসরি ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন।
advertisement
ঠিকানা: বায়ো-টেকনোলজি (COFAM), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রাজা রামমোহনপুর,পোস্ট অফিস- এন বি ইউ, জেলা-দার্জিলিং, পশ্চিমবঙ্গ, পিন-৭৩৪০১৩
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Siliguri News: টিস্যু কালচার কী জানেন? এই কোর্সে স্বনির্ভর হতে পারেন আপনি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement