Bangla News|| ডাক্তার হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ বালুরঘাটের সতীর্থ সাহা, জানাল ভাল রেজাল্টের গোপন রহস্য
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Madhyamik Results 2023: মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুলের ছাত্র সতীর্থ সাহা।শুক্রবার ফলপ্রকাশের খবর পেতেই উচ্ছ্বাস বালুরঘাটের সংকেত পাড়াজুড়ে।
বালুরঘাট: এবার মাধ্যমিকে ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুলের ছাত্র সতীর্থ সাহা। শুক্রবার ফলপ্রকাশের খবর পেতেই উচ্ছ্বাস বালুরঘাটের সংকেত পাড়া এলাকাজুড়ে। সতীর্থর বাবা ডঃ সমিত সাহা পেশায় বালুরঘাট কলেজের অধ্যাপক। মা শতাব্দী সাহা জানান, সতীর্থ সারাদিনে ১২-১৩ ঘণ্টা বই পড়ত। মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে নেওয়ায় খুশি পরিবার।
উল্লেখ্য, সতীর্থ ছোট থেকেই স্বপ্ন দেখে সে বড় হয়ে চিকিৎসক হবে। তাই এখন থেকেই সে জোরকদমে মেডিক্যাল লাইন নিয়ে পড়াশুনা শুরু করেছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে কোচবিহারের তিন কৃতী! জেলায় খুশির হাওয়া
পরিবার সূত্রে জানা যায়, সতীর্থ ছোট থেকেই বরাবরই বই পড়তে ভালবাসত। হাতে স্মার্ট ফোন নয়, বিভিন্ন ধরণের বই পড়তে সবসময় দেখা যেত সতীর্থকে। ভবিষ্যতের দিকে তাকিয়ে ইতিমধ্যেই উচ্চশিক্ষার লক্ষ্যে মন দিয়েছে সতীর্থ।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 11:01 PM IST








