Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৮১০৬ পদে নিয়োগ

Last Updated:

প্রার্থীদের আগামী ২৭ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (Institute of Banking Personnel Selection), সংক্ষেপে আইবিপিএসের (IBPS) রিজিওনাল রুরাল ব্যাঙ্কস অফ ইন্ডিয়ার (Regional Rural Banks of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল-I, অফিসার স্কেল- II, অফিসার স্কেল-III পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
IBPS RRB Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৭ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রি-এক্সাম ট্রেনিংয়ের তারিখ- ১৮ জুলাই থেকে ২৩ জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ- অগাস্ট, ২০২২
পিও ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে- সম্ভবত সেপ্টেম্বর, ২০২২
পিও মেইন পরীক্ষার তারিখ- সম্ভবত সেপ্টেম্বর, ২০২২
ক্লার্ক মেইন পরীক্ষার তারিখ- সম্ভবত অক্টোবর, ২০২২
অফিসার স্কেল II এবং III-এর জন্য IBPS পরীক্ষা ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে এবং একই পরীক্ষার মাধ্যমে অফিসার স্কেল II এবং III পদে নিয়োগ করা হবে।
advertisement
IBPS RRB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৮১০৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। দেশের মোট ৪৩টি রুরাল ব্যাঙ্কে প্রার্থীদের নিয়োগ করা হবে।
অফিস অ্যাসিস্ট্যান্ট- ৪৪৮৩টি পদ
অফিসার স্কেল I- ২৬৭৬টি পদ
জেনারেল ব্যাঙ্কিং অফিসার স্কেল II- ৭৪৫টি পদ
advertisement
আইটি অফিসার স্কেল II- ৫৭টি পদ
চার্টার্ড অ্যাকাউন্ট স্কেল II সিএ- ১৯টি পদ
ল অফিসার II- ১৮টি পদ
ট্রেজারি অফিসার স্কেল II- ১০টি পদ
মার্কেটিং অফিসার স্কেল II- ৬টি পদ
এগ্রিকালচার অফিসার স্কেল II- ১২টি পদ
অফিসার স্কেল III - ৮০টি পদ
IBPS RRB Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রথমে IBPS-এর ওয়েবসাইটে www.ibps.in যেতে হবে
advertisement
'CRP RRBs-XI ' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
নতুন একটি পেজ খুলবে, এখানে 'Click here to apply Online for Recruitment of Office Assistants (Multipurpose) under CRP RRBs-XI' বা 'Click here to apply Online for Recruitment of Officers -Scale I under CRP RRBs-XI' বা 'Click here to apply Online for Recruitment of Officers -Scale II & III under CRP RRBs-XI' লেখা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে
advertisement
সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে
একবার আবেদনপত্র সাবমিট করলে আর তা পরিবর্তন করা যাবে না
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থের একটি কপি প্রিন্ট করে নিতে পারেন।
আরও পড়ুন: মর্মান্তিক দৃশ্য, খালের জলে ভাসছে শয়ে শয়ে মরা কচ্ছপ!
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:রিজিওনাল রুরাল ব্যাঙ্কস অফ ইন্ডিয়া (Regional Rural Banks of India)
পদের নাম:অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল-I, অফিসার স্কেল- II, অফিসার স্কেল-III ও অন্যান্য
শূন্যপদের সংখ্যা:৮১০৬
কাজের স্থান:দেশের বিভিন্ন স্থানেনে মোট ৪৩টি রুরাল ব্যাঙ্ক
কাজের ধরন:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ তারিখ: ২৭.০৬.২০২২
IBPS RRB Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অফিস অ্যাসিস্ট্যান্ট- ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। আরআরবি দ্বারা নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
অফিসার স্কেল I- ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং এবং কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি ইত্যাদি বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আরআরবি দ্বারা নির্ধারিত স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
অফিসার স্কেল II জেনারেল ব্যাঙ্কিং অফিসার- ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাঙ্কিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং এবং কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি ইত্যাদি বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
অফিসার স্কেল II ইনফ্রমেশন টেকনোলজি অফিসার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ কমপক্ষে ৫০% ন্যূনতম মার্কস এবং ১ বছরের পোস্ট অভিজ্ঞতা সহ ইলেকট্রনিক্স /কমিউনিকেশন /কম্পিউটার সায়েন্স /ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি। এছাড়া ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অফিসার স্কেল II চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট- আইএআই ইন্ডিয়া থেকে চি.এ ডিগ্রি এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অফিসার স্কেল II ল অফিসার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ ল ডিগ্রি এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
ট্রেজারি অফিসার স্কেল II- এক বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএ বা এমবিএ ফিনান্সে ডিগ্রি।
মার্কেটিং অফিসার স্কেল II- রেকগনাইজড কোনও সেক্টরে ১ বছরের অভিজ্ঞতা সহ মার্কেটিং ট্রেডে এমবিএ ডিগ্রি।
এগ্রিকালচার অফিসার স্কেল II- ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং/ পিসিকালচারে স্নাতক ডিগ্রি এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অফিসার স্কেল III (সিনিয়র ম্যানেজার)- ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট ট্রেডে ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
IBPS RRB Recruitment 2022: কাজের অভিজ্ঞতা
অফিস অ্যাসিস্ট্যান্ট- কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই
অফিসার স্কেল I- কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই
জেনারেল ব্যাঙ্কিং অফিসার স্কেল II, ম্যানেজার- ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসাবে দুই বছরের কাজের অভিজ্ঞতা
আইটি অফিসার স্কেল II- ১ বছরের কাজের অভিজ্ঞতা
চার্টার্ড অ্যাকাউন্ট স্কেল II সিএ- ১ বছরের কাজের অভিজ্ঞতা
ল অফিসার II- আইনজীবী হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা
ট্রেজারি অফিসার স্কেল II- ১ বছরের কাজের অভিজ্ঞতা
মার্কেটিং অফিসার স্কেল II- ১ বছরের কাজের অভিজ্ঞতা
এগ্রিকালচার অফিসার স্কেল II- ৫ বছরের কাজের অভিজ্ঞতা
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট- ১ বছরের কাজের অভিজ্ঞতা
IBPS RRB Recruitment 2022: বয়সসীমা
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)- ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে
অফিসার স্কেল- III (সিনিয়র ম্যানেজার)- ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে
অফিসার স্কেল- II (ম্যানেজার)- ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে
অফিসার স্কেল- I (সহকারী ম্যানেজার)- ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
IBPS RRB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
ক্লার্ক পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের প্রবেশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে।
পিও পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। এর পর প্রার্থীদের প্রবেশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে।
অফিসার স্কেল II এবং III পদের জন্য সিঙ্গেল লেভেল এক্সাম নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
প্রিলিমিনার, মেইন এবং সিঙ্গেল লেভেল পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে।
IBPS RRB Recruitment 2022: বিশেষ বিজ্ঞপ্তি
সমস্ত রাউন্ডের অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। আবেদনকারীরা তাঁদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে IBPS RRB PO পরীক্ষার অ্যাডমিট কার্ড, এবং IBPS RRB Clerk পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার ফলাফল IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীরা ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে তাঁদের প্রাপ্ত নম্বর ডাউনলোড করতে পারবেন।
IBPS RRB Recruitment 2022: আবেদন ফি
অফিসার (স্কেল I, II এবং III)- SC/ST/PWBD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ও অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৮৫০ টাকা
অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)-SC/ST/PWBD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ও অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৮৫০ টাকা
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৮১০৬ পদে নিয়োগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement