BARC Recruitment 2022: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধীনে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জুলাই!
- Published by:Teesta Barman
Last Updated:
Bhabha Atomic Research Centre: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (Bhabha Atomic Research Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্টেনোগ্রাফার (গ্রেড-III), ড্রাইভার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BARC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদনের লিঙ্ক- https://recruit.barc.gov.in/barcrecruit/forms/user/login.jsp
advertisement
advertisement
BARC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
| স্টেনোগ্রাফার (গ্রেড-III) | ৬টি পদ |
| ড্রাইভার | ১১টি পদ |
| ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট | ৭২টি পদ |
প্রতিষ্ঠানের তরফে মোট ৮৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা | ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre) |
| পদের নাম | স্টেনোগ্রাফার (গ্রেড-III), ড্রাইভার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট |
| শূন্যপদের সংখ্যা | ৮৯ |
| কাজের স্থান | ভারত |
| কাজের ধরন | কিছু জানানো হয়নি |
| আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
| নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
| শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
| বেতনক্রম | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
advertisement
আবেদনের শেষ তারিখ: ৩১.০৭.২০২২
BARC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
স্টেনোগ্রাফার (গ্রেড-III)- স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ দশম শ্রেণী উত্তীর্ণ। এছাড়াও ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ন্যূনতম ৮০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা।
ড্রাইভার- স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ দশম শ্রেণী উত্তীর্ণ। এছাড়াও হালকা এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, কমপক্ষে ৩ বছর এবং ৬ বছরের কাজের অভিজ্ঞতা।
advertisement
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট- স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ দশম শ্রেণী উত্তীর্ণ।
BARC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
পদের উপর নির্ভর করে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা
স্কিল টেস্ট/টাইপ টেস্ট/ড্রাইভিং টেস্ট (যদি প্রয়োজন হয়)
advertisement
ডকুমেন্ট ভেরিফিকেশন
মেডিকেল টেস্ট
BARC Recruitment 2022: বেতন
| স্টেনোগ্রাফার (গ্রেড-III) | ২৫,০০০ টাকা |
| ড্রাইভার | ১৯,০০০ টাকা |
| ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট | ১৮,০০০ টাকা |
BARC Recruitment 2022: বয়সসীমা
৩১ জুলাই, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত বর্গের প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরি (ইউআর) ২৭ বছর পর্যন্ত, ওবিসি ৩০ বছর পর্যন্ত এবং এসসি/এসটি ৩২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
advertisement
BARC Recruitment 2022: আবেদন ফি
view commentsজেনারেল ক্যাটাগরি, ওবিসি ও ইডব্লুএস- ১০০ টাকা। SC, ST, PWD, মহিলা এবং প্রাক্তন সেনাদের জন্য আবেদন ফি মকুব করা হয়েছে।
Location :
First Published :
July 12, 2022 3:27 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BARC Recruitment 2022: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধীনে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জুলাই!
