Teacher beaten Student: বেধড়ক মারের ফলে আহত পড়ুয়া, ভবিষ্যত নিয়ে অভিভাবক

Last Updated:

এই ঘটনার পরে স্বপনীলের বাবা পুলক দাস বলেন, এখন ছেলের মানসিক অবস্থা নিয়ে চিন্তা হচ্ছে, এই ঘটনার পরে খাওয়া বা কথা বলা কোনওটাই করছে না।

allegation of student beaten by teacher
allegation of student beaten by teacher
#কলকাতা: রোজের মতো স্কুলে গিয়েছিল স্বপনীল দাস। তার বাবা স্কুল শেষ হওয়ার পর ছেলেকে বাড়িতে আনতেই তার নিস্তব্ধতার কারণ বুঝলেন। ছেলের জামা খুলতেই মা শাশ্বতী দাসের চক্ষুচড়ক গাছ!  ছেলের গায়ের দাগ দেখে বুঝতে দেরি হয়নি যে মারধর করা হয়েছে স্বপনীলকে। ছেলের থেকে বারবার এই ঘটনার পুরো বিবরণ চাইলেও তা বলার মতো মানসিক অবস্থা ছিল না স্বপনীলের ৷
এই অবস্থা দেখে মা বারবার জানার পরে সব ঘটনার কথা জানায় স্বপনীল দাস। ছোট্ট পড়ুয়া বাবা ও মা-কে বলে, অঙ্কের ক্লাসের সময় হঠাৎ করে শিক্ষিকা তার হোমওয়ার্ক দেখা শুরু করে। সেই সময় পঞ্চম শ্রেণীর পড়ুয়ার হোমওয়ার্কের খাতায় দেখা যায়নি একটি অঙ্ক। সেই অঙ্ক কেন নেই প্রশ্ন করতেই পড়ুয়ার তরফে জানানো হয়, সময় পায়নি।
advertisement
advertisement
অভিযোগ এই কথা শোনামাত্রই হঠাৎ করে তাকে মারধর শুরু করে বলে জানায় স্বপনীল দাস। একইভাবে অন্য পড়ুয়াদেরও মারধর করা হয়, যদিও মারধরের পরিমাণ তুলনামূলক ভাবে অনেকটাই বেশি ছিল স্বপনীলের উপর, তেমনটাই অভিযোগ।
advertisement
ছোট্ট পড়ুয়া জানায়, অঙ্ক করিনি বলতেই লাঠি দিয়ে মারতে শুরু করা হয়। শাশ্বতী দাসের বক্তব্য, এই রকম মারধর আগেও করা হয়েছে তবে এতটা মাত্রাতিরিক্ত মারধর করা হয় নি, শাসন করার অন্য পদ্ধতি নিলে কি হতো না? আগেও বলেছেন ওই শিক্ষিকা টিউশন অন্য জায়গায় পড়তে। তবে আমার ব্যক্তিগত সমস্যার জন্য ওই শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ানো সম্ভব হয় নি।
advertisement
এই ঘটনার পরে স্বপনীলের বাবা পুলক দাস বলেন, এখন ছেলের মানসিক অবস্থা নিয়ে চিন্তা হচ্ছে,  এই ঘটনার পরে খাওয়া বা কথা বলা কোনওটাই করছে না। এই সমস্ত ঘটনা বিষয় লেক থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেছে স্বপনীল দাসের বাবা পুলক দাস। যদিও যোধপুর পার্ক বয়ের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানান, এই ঘটনা কাম্য নয় ওই শিক্ষিকার বিরুদ্ধে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
Susovan Bhattacharjee
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Teacher beaten Student: বেধড়ক মারের ফলে আহত পড়ুয়া, ভবিষ্যত নিয়ে অভিভাবক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement