Devshayani Ekadashi 2022: প্রভু বিষ্ণু যান নিদ্রায়, শাস্ত্র মতে ‘এই’ একাদশীর গুরুত্ব বিশাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সন্ন্যাসীরা এই সময়ে পূর্ণিমাগুলিতে বিশেষ ব্রত রাখেন। তাঁরা তাঁদের পরিক্রমাও বন্ধ রাখেন। এই চারমাসে গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, রাখিবন্ধন, গণেশ চতুর্থী, নবরাত্রি(দুর্গাপূজা), দীপাবলি ইত্যাদি পূজা অনুষ্ঠিত হয়।
আজ সায়নী একাদশী ৷ শাস্ত্রমতে এই দিন থেকেই ভগবান বিষ্ণু নিন্দ্রায় যান ৷ সনাতন ভারত বছরে চারটি মাসকে বিশেষ পবিত্র বলে মনে করে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, যা ‘সায়নী একাদশী’ নামে পরিচিত, থেকে শুরু করে কার্তিক মাসের প্রবোধিনী একাদশী বা সেই মাসের শুক্ল একাদশী পর্যন্ত চার মাস এই পবিত্র সময়। এই পর্বকে ‘চাতুর্মাস’ বলে অভিহিত করে সনাতন ভারত।
advertisement
advertisement
advertisement
advertisement