Police Constable Recruitment 2022|| পুলিশ নিয়োগের পরীক্ষাকেন্দ্র ঘোষণা! কীভাবে অনলাইনে সেন্টার চেক করা যাবে?

Last Updated:

Police Constable Recruitment 2022: এখনও পর্যন্ত বোর্ডের তরফে অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ঘোষণা করা হয়নি৷

#নয়াদিল্লি: রাজস্থান পুলিশের (Rajasthan Police) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। সম্প্রতি রাজস্থান পুলিশের তরফে পরীক্ষার ডিস্ট্রিক লোকেশন লিঙ্ক অ্যাকটিভ করা হয়েছে। যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করেছিলেন তাঁরা রাজস্থান পুলিশের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া ১০ নভেম্বর, ২০২১-এ শুরু হয়েছিল এবং ৩ ডিসেম্বর, ২০২১ তারিখে শেষ হয়েছিল৷ তবে এখনও পর্যন্ত বোর্ডের তরফে অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ঘোষণা করা হয়নি৷
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫৮৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছিল।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থারাজস্থান পুলিশ (Rajasthan Police)
পদের নামকনস্টেবল (জেনারেল/জিডি) গ্রেড ১২, কনস্টেবল টেলি-কমিউনিকেশন গ্রেড ১২, কনস্টেবল (আরএসি/ এমবিসি) গ্রেড ১০, কনস্টেবল ড্রাইভার গ্রেড ১০
শূন্যপদের সংখ্যা৪৫৮৮
কাজের স্থানরাজস্থান
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরু তারিখবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখবিশদ দেখুন
advertisement
আবেদনের যোগ্যতা:
কনস্টেবল (জেনারেল/জিডি) গ্রেড ১২- স্বীকৃত কোনও বোর্ড থেকে গ্র্যাজুয়েট হতে হবে।
কনস্টেবল টেলি-কমিউনিকেশন গ্রেড ১২- প্রার্থীদের অবশ্যই ফিজিক্স, ম্যাথেমেটিক্স এবং কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে।
কনস্টেবল (আরএসি/ এমবিসি) গ্রেড ১০- স্বীকৃত কোনও বোর্ড থেকে গ্র্যাজুয়েট হতে হবে।
কনস্টেবল ড্রাইভার গ্রেড ১০- স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
advertisement
পুরুষ প্রার্থীদের উচ্চতায় ১৬৮ সেমি এবং মহিলা প্রার্থীদের ১৫২ সেমি হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের নূন্যতম ওজন ৪৭.৫ কেজি হতে হবে।
কীভাবে লোকেশন চেক করতে হবে?
রাজস্থান পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট police.rajasthan.gov.in-এ যেতে হবে।
হোমপেজে ‘Click here to know your district location' লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
advertisement
এরপর 'Know Your Centre Location' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ লিখে সাবমিট করতে হবে। এর পর প্রার্থীরা তাঁদের পরীক্ষার লোকেশন দেখতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Police Constable Recruitment 2022|| পুলিশ নিয়োগের পরীক্ষাকেন্দ্র ঘোষণা! কীভাবে অনলাইনে সেন্টার চেক করা যাবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement