Raipur District Court Recruitment 2022: জেলা কোর্টে ৬৭টি পদে নিয়োগ! আজই আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#রায়পুর: সম্প্রতি রায়পুর ডিস্ট্রিক্ট কোর্টের (Raipur District Court) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট (Assistant) ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রায়পুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Raipur District Court Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ ডিসেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Raipur District Court Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Raipur District Court Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
স্টেনোগ্রাফার (ইংরেজি)- ২টি পদ
স্টেনোগ্রাফার (হিন্দি)- ১০টি পদ
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩- ৫০টি পদ
পিয়ন-৫টি পদ
সংস্থা:রায়পুর ডিস্ট্রিক্ট কোর্ট (Raipur District Court)
পদের নাম:স্টেনোগ্রাফার (ইংরেজি), স্টেনোগ্রাফার (হিন্দি), অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩, পিয়ন
শূন্যপদের সংখ্যা:৬৭
কাজের স্থান:রায়পুর
নির্বাচন পদ্ধতি:দক্ষতামূলক পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু:২৯.১২.২০২২
advertisement
শিক্ষাগত যোগ্যতা: স্টেনোগ্রাফার পদের জন্য, প্রার্থীদের ৫ মিনিটের জন্য ১০০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩ পদের জন্য প্রার্থীদের কম্পিউটারে ১০ মিনিটের মধ্যে ২৫০ শব্দ টাইপ করতে হবে
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.০১.২০২২
advertisement
Raipur District Court Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-
https://districts.ecourts.gov.in/sites/default/files/REC_2021_5.pdf
Raipur District Court Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
উপরে উল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীদের দক্ষতামূলক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। স্টেনোগ্রাফার পদের জন্য, প্রার্থীদের ৫ মিনিটের জন্য ১০০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩ পদের জন্য প্রার্থীদের কম্পিউটারে ১০ মিনিটের মধ্যে ২৫০ শব্দ টাইপ করতে হবে। নিয়োগ সম্পর্কিত বিশদ বিবরণের জন্য প্রার্থীরা রায়পুর জেলা আদালতের অফিসিয়াল সাইট চেক করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Raipur District Court Recruitment 2022: জেলা কোর্টে ৬৭টি পদে নিয়োগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement