Rabindra Bharati University: দুঃখপ্রকাশ দুই অভিযুক্তের, রবীন্দ্রভারতীতে র‍্য়াগিংয়ের অভিযোগ প্রত্যাহার ৫ ছাত্রীর

Last Updated:

Rabindra Bharati University: যাদবপুরে ছাত্র মৃত্যুতে র‍্য়াগিংয়ের অভিযোগের পরে র‍্য়াগিং অভিযোগ শোরগোল ফেলে দেয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
কলকাতা: যাদবপুরে ছাত্র মৃত্যুতে র‍্য়াগিংয়ের অভিযোগের পরে র‍্য়াগিং অভিযোগ শোরগোল ফেলে দেয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তাও আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিরুদ্ধেই সরাসরি র‍্য়াগিংয়ের অভিযোগ ওঠে৷
জানা যায় হিন্দি বিভাগের পাঁচ ছাত্রী র‍্য়াগিংয়ের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসের কাছে। এই অভিযোগ ঘিরে গতকালই তুঙ্গে ওঠে উত্তাপ। যদিও আজ এই র‍্য়াগিংয়ের অভিযোগ প্রত্যাহার করে নিলেন ৫ ছাত্রী।
advertisement
জানা যায়, অ্যান্টি কমিটি পর্যালোচনা করে দেখেছে যে অভিযোগ ছাত্রীরা জানিয়েছিলেন সেখানে র‍্যাগিং সংক্রান্ত বিষয় ছিল না। যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ এসেছিল সেই অভিযোগ নিয়ে কোন অধ্যাপক জড়িত আছে বলেও পাওয়া যায়নি। পাশাপাশি যে দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল র‍্য়াগিংয়ের সেই দুই ছাত্রও দুঃখ প্রকাশ করেছেন ছাত্রীদের কাছে।
advertisement
আজ অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকের সামনেই রাগিং এর অভিযোগ প্রত্যাহার করে নিলেন পাঁচ ছাত্রী। পাশাপাশি পুলিশের থেকে অভিযোগও প্রত্যাহার করে নেওয়ার কথা জানালেন ওই ছাত্রীরা। দুই ছাত্রের দুঃখ প্রকাশ পাঁচ-ছাত্রীকে।
advertisement
রবীন্দ্রভারতীতে র‍্যাগিং এর অভিযোগ প্রত্যাহার। ছাত্রীদের অভিযোগের মধ্যে র‍্যাগিং সংক্রান্ত বিষয় খুঁজে পেল না অ্যান্টি র‍্যাগিং কমিটি। এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই অধ্যাপকের বিষয় নিয়েও কোন কিছু খুঁজে পেল না কমিটি। দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই দুই ছাত্র বৈঠকের সামনে দুঃখ প্রকাশ করেছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Rabindra Bharati University: দুঃখপ্রকাশ দুই অভিযুক্তের, রবীন্দ্রভারতীতে র‍্য়াগিংয়ের অভিযোগ প্রত্যাহার ৫ ছাত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement