ক্যাম্পাসে থ্রেট কালচার, প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ! ছাত্র শহীদ দিবসে কলেজ স্কোয়ারে ছাত্র সমাবেশ
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
ছাত্র শহীদ দিবসে AIDSO-র কলেজ স্কোয়ারে ছাত্র সমাবেশ। এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে থেকে নেতারা আসেন বক্তব্য রাখার জন্য। ক্যাম্পাসে থ্রেট কালচার, দুর্নীতি, সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে।
কলকাতাঃ ছাত্র শহীদ দিবসে AIDSO-র কলেজ স্কোয়ারে ছাত্র সমাবেশ। এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে থেকে নেতারা আসেন বক্তব্য রাখার জন্য। ক্যাম্পাসে থ্রেট কালচার, দুর্নীতি, সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। এছাড়া নারী নির্যাতনের ন্যায় বিচারের দাবিতে AIDSO-র পথসভা কলেজ স্কোয়ারে।
সভার পাশাপাশি এদিন AIDSO-র পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল মিছিলের। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত। পরবর্তীতে রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা।
advertisement
AIDSO, রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “অসংখ্য শূন্য পদ ফাঁকা রয়েছে। একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি মহিলাদের নিরাপত্তার খামতি রয়েছে এ রাজ্যে। এই সমস্ত বিষয়কে সঙ্ঘবদ্ধ করে আজকের সভা এবং মিছিলের ডাক দেওয়া হয়েছে। রাজ্যপালের কাছেও ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2025 6:34 PM IST








