School in Summer: অত্যধিক গরম...এবার স্কুলের টাইম চেঞ্জ! ক’টা থেকে ক’টা পর্যন্ত ক্লাস? চিঠি লিখল পর্ষদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
অন্যদিকে, অত্যাধিক গরমের জন্য আগামিকাল ও পরশু সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি থেকে শুরু করে সব স্কুল বন্ধ। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
কলকাতা: বর্ষা আসবে আসবে করেও আসছে না৷ অত্যধিক গরমে বড়দেরই নাজেহাল অবস্থা৷ বাচ্চাদের তো কষ্ট হচ্ছে বটেই৷ এই পরিস্থিতিতে এবার সকালে স্কুল চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যজুড়ে সব প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য সকালে স্কুল চেয়ে পাঠানো হল চিঠি। রাজ্য সরকারকে চিঠি লিখলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।
জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় অত্যাধিক গরমের জন্য সমস্যায় পড়ছেন প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। দুপুরে স্কুল করতে সমস্যা হচ্ছে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের। তাই সব প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য সকাল ৬:৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত ক্লাস করার অনুমতি চেয়ে রাজ্যকে চিঠি লিখল পর্ষদ।
advertisement
advertisement
অন্যদিকে, অত্যাধিক গরমের জন্য আগামিকাল ও পরশু সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি থেকে শুরু করে সব স্কুল বন্ধ। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
advertisement
সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জানানো হয়েছে বেসরকারি স্কুলগুলিকেও৷
Location :
West Bengal
First Published :
June 12, 2025 11:41 AM IST