ED, CBI তদন্তের মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ! ডাকা হল ৫৯৬টি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের

Last Updated:

রাজ্যজুড়ে ৫৯৬ টি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের আগামী ১৮ অক্টোবর স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তেমনটাই খবর।

গুরুত্বপূর্ণ বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ
গুরুত্বপূর্ণ বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ
#কলকাতা: ইডি, সিবিআই তদন্তের মাঝেই রাজ্যের সব ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের জরুরি তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই এই বৈঠক হবে বলেই পর্ষদ সূত্রে খবর। রাজ্য জুড়ে বেসরকারি ডি এল এড কলেজ রয়েছে ৫৯৬ টি। প্রত্যেকটি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ১৮ অক্টোবরের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের। প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
এই কলেজগুলি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এমনটাই ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে ১৮ অক্টোবরের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি। যদিও এই বৈঠক কেন তা নিয়ে বিস্তারিত তথ্য ডিএলএড কলেজের প্রিন্সিপালদের দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় এত সংখ্যক কলেজে প্রিন্সিপালদের সশরীরে বৈঠকের নজির নেই বলে দাবি করছেন আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে আগামী সপ্তাহের মঙ্গলবারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আগামী দিনে d.el.ed কলেজগুলি কী ভাবে পরিচালিত হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি বিভিন্ন সময় ডিএলএড কলেজগুলি নিয়ে যে অভিযোগ ওঠে সেই প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা ওই দিনের বৈঠকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সিলেবাস নিয়ে কী ভাবছে সেই বিষয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হতে পারে ওই বৈঠকে।
advertisement
ছাত্র ভর্তি নিয়মবিধি নিয়েও কিছু পরামর্শ দেওয়া হতে পারে এই বৈঠকে। সাম্প্রতিক সময় ডি এল এড কলেজগুলির পরিচালনরত পদ্ধতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে মঙ্গলবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এই বিষয় নিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই টেটের আবেদনপত্র দিতে শুরু করেছে।
advertisement
পাশাপাশি নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২১শে অক্টোবর থেকে। ১১ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সবমিলিয়ে আগামী সপ্তাহের এই ডিএলএড কলেজের প্রিন্সিপালদের নিয়ে বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ED, CBI তদন্তের মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ! ডাকা হল ৫৯৬টি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement