Presidency University Entrance Exam 2025: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকার ফলপ্রকাশ, কাউন্সেলিং শুরু কবে? জরুরি খবর জানুন

Last Updated:

Presidency University Entrance Exam 2025: উত্তীর্ণ অধিকাংশ পরীক্ষার্থীই কেন্দ্রীয় বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ। সোমবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এই পরীক্ষায় ৫,২৬২ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রকাশিত হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষার ফলাফল, কাউন্সিলিং কবে থেকে জানা যাবে কাল।
প্রকাশিত হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষার ফলাফল, কাউন্সিলিং কবে থেকে জানা যাবে কাল।
কলকাতাঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকার ফলাফলেও পিছিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারা। উত্তীর্ণ অধিকাংশ পরীক্ষার্থীই কেন্দ্রীয় বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ। সোমবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এই পরীক্ষায় ৫,২৬২ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে। মোট পাশের হার ৯৯. ১৭ শতাংশ। ফলাফলের নিরিখে এগিয়ে ছাত্রীরা, পাশের হার ৯৯.৫৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। রাজ্য জয়েন্টের মতোই প্রেসিডেন্সির স্নাতকের প্রবেশিকাতেও কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়ারাই এগিয়ে, তাদের পাশের হার ৯৯.৬৬ শতাংশ।
আরও পড়ুনঃ ভাইপো গ্রেফতার, কিন্তু আসল রহস্য পিসির বাড়িতে? জীবনকৃষ্ণের গ্রেফতারে তুমুল আলোচনায় বীরভূমের এক বাড়ি! কী আছে ওখানে জানেন?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধীনস্থ স্কুলের পড়ুয়াদের পাশে হার ৯৮.৭৬ %।উত্তীর্ণদের মধ্যে এ রাজ্যর পড়ুয়ার সংখ্যা ৫,১৭০ জন। ভিন্‌রাজ্যের ৯২ জন এই পরীক্ষায় পাশ করেছেন। উত্তীর্ণেরা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
advertisement
চলতি বছর ৯ অগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগেই ওবিসি সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। থমকে যায় ফল ঘোষণা। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর জটিলতা কাটতেই ফল প্রকাশের দিন ঘোষণা করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
advertisement
পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে স্নাতকের প্রবেশিকার ফলাফল দেখে নিতে পারবেন। এই ফলাফলের নিরিখেই কাউন্সেলিং এবং ভর্তির তারিখ জানিয়ে দেবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই অনুযায়ী পড়ুয়ারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবেন। সংরক্ষণের তালিকা অনুযায়ী, ওবিসি শ্রেণিভুক্তদের জন্য ৬০৯-এর বেশি আসন বরাদ্দ করা হয়েছে।
advertisement
মেধা তালিকা প্রকাশের পর কবে থেকে কাউন্সিলিং করা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি আগামীকাল জারি করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলির দাবি তুলেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতকের প্রবেশিকা পরীক্ষার ফলাফল বের করার জন্য। অবশেষে জটিলতা কাটিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Presidency University Entrance Exam 2025: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকার ফলপ্রকাশ, কাউন্সেলিং শুরু কবে? জরুরি খবর জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement