Police Recruitment 2022|| পুলিশে ১৬,১৯৮ শূন্যপদে নিয়োগ! অনলাইনে কীভাবে আবেদন করবেন? জানুন...

Last Updated:

Police Recruitment 2022: আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ মে থেকে। আবেদন করার শেষ দিন ২০ মে, ২০২২ তারিখ পর্যন্ত।

#নয়াদিল্লি: সম্প্রতি তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (Telangana State Level Police Recruitment Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ মে থেকে। আবেদন করার শেষ দিন ২০ মে, ২০২২ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬,১৯৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদসংখ্যা
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর অফ পুলিশ৪১৪
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ৬৬
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ (এসএআর সিপিএল, পুরুষ)
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর (টিএসএসপি, পুরুষ)২৩
তেলঙ্গানা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, সাব ইন্সপেক্টর (পুরুষ)১২
তেলঙ্গানা স্টেট ডিজাস্টার রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, স্টেশন ফায়ার অফিসার২৬
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ডেপুটি জেলার (পুরুষ)
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (সিভিল)৪,৯৬৫
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এআর)৪,৪২৩
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এসএআর সিপিএল, পুরুষ)১০০
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (টিএসএসপি, পুরুষ)৫,০১০
তেলঙ্গানা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, কনস্টেবল৩৯০
তেলঙ্গানা স্টেট ডিজাস্টার্স রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, ফায়ারম্যান৬১০
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (পুরুষ)১৩৬
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (মহিলা)১০
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাতেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (Telangana State Level Police Recruitment Board)
পদের নামকনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা১৬,১৯৮
কাজের স্থানতেলঙ্গানা
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু০২.০৫.২০২২
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন২০.০৫.২০২২
advertisement
প্রার্থীদের সরকারের স্বীকৃতি প্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। ডিসট্যান্স এডুকেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে AICTE/ UGC/ DEC দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হতে হবে।
আবেদন ফি:
জেনারেল- ৮০০ টাকা
SC/ST- ৪০০ টাকা
আবেদন পদ্ধতি:
advertisement
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট পদ নির্বাচন করে আবেদন ফি জমা দিতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করতে হবে। সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে। আবেদন ফর্মটি জমা দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Police Recruitment 2022|| পুলিশে ১৬,১৯৮ শূন্যপদে নিয়োগ! অনলাইনে কীভাবে আবেদন করবেন? জানুন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement