মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনে স্মার্ট বোর্ড, কী কাজ তার? জানুন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ক্লাসরুমে বসান হল স্মার্ট বোর্ড, বদলে যাবে পড়ার মান, কী উদ্যোগ নিল রামকৃষ্ণ মিশন, জানুন।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বর্তমান দিনে স্মার্ট হচ্ছে সবকিছুই। পড়াশোনাতেও এসেছে বদল। বেশ কিছু জায়গায় স্কুল যাওয়ার প্রবণতা হারাচ্ছে পড়ুয়ারা। তবে এবার বিদ্যালয়ের অভিনব ভাবনা অবাক করেছে সকলকে। মূলত পড়াশোনা আরও বেশি বিজ্ঞান নির্ভর এবং ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করতে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের এক অভিনব উদ্যোগ। মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চারটি শ্রেণীর ছ’টি কক্ষে লাগানো হল স্মার্ট বোর্ড। এবার ব্ল্যাকবোর্ড সাদা চক দিয়ে লিখে বোঝানো নয়। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই বোর্ড বসানো হয়েছে শ্রেণীকক্ষে। এতেই পড়াশোনা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে।
আরও পড়ুন: ২৬ হাজার SSC-র চাকরি বাতিলই হল শেষমেশ? রিভিউয়ের আবেদন মানল না শীর্ষ আদালত!
৭৮ তম প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনে। উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি স্বামী বিমলাত্মানন্দ। এছাড়াও দু’দিনের এই প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেদিনীপুর মঠ ও মিশন এর সম্পাদক স্বামী প্রার্থনানন্দ, মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যরা। প্রতিষ্ঠানের বাৎসরিক এই অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রীদের আরও বেশি বিদ্যালয়ের গ্রাহী গড়ে তুলতে বিদ্যালয়ের এক অভিনব ভাবনা। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে এবার ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিজ্ঞান বা বিভিন্ন বিষয়ের ছবি, প্রেজেন্টেশন দেখান হবে এই স্মার্টবোর্ডে।
advertisement
শুধু তাই নয়, বিশেষ পেন দিয়ে লিখে বোঝান যাবে ছাত্র-ছাত্রীদের।
advertisement
প্রসঙ্গত, প্রযুক্তি এগোচ্ছে। বদল এসেছে বর্তমান পড়াশোনায়। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পড়াশোনাতেও এসেছে নানা বদল। এবার রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে দুটি, দশম শ্রেণীতে দুটি এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে একটি করে স্মার্ট বোর্ড প্রতিস্থাপিত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দ জানিয়েছেন, প্রতিষ্ঠানে এক অভিনব ভাবনা। ছাত্র-ছাত্রীদের প্রতিটি ক্লাসে আগ্রহী করে তুলতে এবং তাদের বিভিন্ন বিষয়ে এই বিশেষ বোর্ড বা ডিসপ্লের মধ্য দিয়ে বোঝান যাবে। এছাড়াও স্কুলে উপস্থিতির সংখ্যা বাড়বে। শুধু তাই নয় প্রযুক্তির সঙ্গে নিজেদের বদলাতে পারবে পড়ুয়ারা।
advertisement
আগামীতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসরুমে এই বিশেষ স্মার্ট বোর্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই বিশেষ প্রযুক্তি নির্ভর বোর্ড যুক্ত থাকবে ইন্টারনেট এর সঙ্গে। তৎক্ষণাৎ বিভিন্ন ওয়েবসাইট খোলা, প্রেজেন্টেশন দেখান, প্রযুক্তি নির্ভর বিভিন্ন অংকন বা লেখা এবং সাধারণ লেখাও করা যাবে এই বোর্ডে। স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের এই বিশেষ ভাবনা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামহল।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 7:07 PM IST

