PG Course Admission 2024: BHU-তে পিজি কোর্সে ভর্তি শুরু, ভর্তির শেষদিন কবে? কীভাবে নিজের নাম রেজিস্টার করবেন? জানুন বিশদে

Last Updated:

PG Course Admission 2024: দেশের অন্যতম প্রসিদ্ধ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সংক্ষেপে BHU-এর তরফে সম্প্রতি তাদের পিজি কোর্সে রেজিস্ট্রেশন শুরুর বিষয়টি জানানো হয়েছে।

BHU-তে পিজি কোর্সে ভর্তি শুরু
BHU-তে পিজি কোর্সে ভর্তি শুরু
কলকাতা: সকল শিক্ষার্থীই চান যে তাঁরা যে বিষয় নিয়ে পড়াশোনা করবেন, তা যেন কোনও বিখ্যাত প্রতিষ্ঠানের অধীনে সম্পন্ন হয়। এতে একদিকে যেমন উচ্চশিক্ষার উদ্দেশ্য সুসিদ্ধ হয়, তেমনই সেই প্রতিষ্ঠানের থেকে পাওয়া স্বীকৃতি পরবর্তী স্তরে জীবিকারও সহায়ক হয়।
যাঁরা পিজি কোর্সে নিজেদের নাম রেজিস্টার করাতে চান, তাঁদের জন্য এবার সুবর্ণ সুযোগ। দেশের অন্যতম প্রসিদ্ধ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সংক্ষেপে BHU-এর তরফে সম্প্রতি তাদের পিজি কোর্সে রেজিস্ট্রেশন শুরুর বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একটি বিজ্ঞপ্তি মারফত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি শিক্ষার্থীদের অবগত করেছে। বলা হয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আগ্রহী প্রার্থীরা যাঁরা NTA-এর হয়ে CUET পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যাঁরা অন্য মানদণ্ডের ভিত্তিতে যোগ্য, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ধারদেনায় ডুবে রয়েছেন TMC প্রার্থী! কিন্তু সোনা-গাড়ি-বাড়ি? চমকে দিলেন সায়নী ঘোষ
এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। BHU-এর জনসংযোগ আধিকারিক, ড. রাজেশ সিং বলেছেন যে CUET-PG পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা ৪ মে ২০২৪ তারিখ থেকে ২৫ মে ২০২৪ তারিখ পর্যন্ত রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন।
advertisement
রেজিস্ট্রেশনের সময়ে প্রয়োজনীয় প্রযোজ্য ফিও অনলাইন মোডের মাধ্যমে প্রদান করতে হবে। এর জন্য বিশদ তথ্য বিএইচইউ ওয়েবসাইটে দেওয়া আছে।
কীভাবে নিজেদের নাম রেজিস্টার করতে হবে:
পিজি কোর্সে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে, সবার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bhu.ac.in/Site/AdmissionCounselling/-এ যেতে হবে এবং PG রেজিস্ট্রেশন কাম কাউন্সেলিং-২০২৪-এর নিচের Apply Now বোতামে ক্লিক করতে হবে। এর পরে, প্রার্থীদেররেজিস্ট্রেশনের আগে ওয়েব পোর্টালে উপলব্ধ BHU তথ্য বুলেটিন ২০২৪ সাবধানে পড়ে নিতে হবে। এরপর সেখানে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
advertisement
CUET-PG-এর স্কোর কার্ড বাধ্যতামূলক:
রেজিস্ট্রেশনের জন্য NTA দ্বারা পরিচালিত CUET-PG-এর স্কোর কার্ড থাকা বাধ্যতামূলক। কারণ এটি ওয়েবসাইটে আপলোড করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
PG Course Admission 2024: BHU-তে পিজি কোর্সে ভর্তি শুরু, ভর্তির শেষদিন কবে? কীভাবে নিজের নাম রেজিস্টার করবেন? জানুন বিশদে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement