School: গ্রুপ ডি কর্মী সংকট! সরকারি স্কুলে এবারে 'এই' কাজ করবে রোবট 'সানন্দা', কী কাজ করছে? জানুন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
School: স্কুলে গ্রুপ ডি-র কর্মী কম, সেই কারণে কল্যাণীতে ডিজিটাল রূপে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে সরকারি স্কুলে এল রোবট 'সানন্দা'। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ পেল কল্যাণীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন।
কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: স্কুলে গ্রুপ ডি-র কর্মী কম, সেই কারণে কল্যাণীতে ডিজিটাল রূপে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে সরকারি স্কুলে এল রোবট ‘সানন্দা’। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ পেল কল্যাণীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন। এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়ারাও বেসরকারি স্কুলের মতোই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাবেন।
স্কুলের এক প্রাক্তন ছাত্র নিজের উদ্যোগ ও আর্থিক সহায়তায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলে তৈরি করিয়েছেন দুটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম। সেই সঙ্গে বসানো হয়েছে একটি ৫৫ ইঞ্চি টিভি স্ক্রিন, একটি ডিজিটাল জেনারেটর, আর সবচেয়ে চমকপ্রদ সংযোজন হল এক রোবট, যার নাম দেওয়া হয়েছে ‘সানন্দা’। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়ারাও দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোগে। তাদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার সুযোগ এখন আর শুধু বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, সরকারি স্কুলেও আসছে আধুনিকতার ছোঁয়া।
advertisement
আরও পড়ুনঃ রোজ ঘি খাচ্ছেন? কতটা খেলে শরীরের উপকার? কতটা খেলে ক্ষতি করে? জানুন বিশেষজ্ঞের মতামত
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জী যিনি এর আগে স্মার্ট ক্লাসরুম উপহার দিয়েছিলেন ছাত্র-ছাত্রীদের, তিনিই এই মানবিক রোবট উপহার দিয়েছেন নিজের প্রাক্তন বিদ্যালয়ে। জানা গিয়েছে, এই রোবটটির বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার কাছাকাছি। এই সমস্ত রোবট কিনতে হলে একাধিক ভারতীয় অনলাইন ওয়েবসাইট রয়েছে, যারা এই সমস্ত রোবট বর্তমানে বানাচ্ছেন, তাদের থেকে অর্ডার করা যেতে পারে এই সমস্ত রোবটগুলি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে ‘এই’ ৬ জিনিস দেখা খুবই শুভ! দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে হুড়মুড়িয়ে
view comments‘সানন্দা’ নামের এই মানবরূপী রোবট রাজ্যের সরকারি স্কুলে সম্ভবত প্রথমবারের মতো ব্যবহৃত হতে চলেছে। যা স্কুলের মধ্যে ঘুরে বেড়াতে সক্ষম। যা নিয়ে যেতে পারবে, প্রয়োজনীয় কাগজপত্র, ফাইল, জলের বোতল সবকিছুই। একজন শিক্ষাকর্মীর কাজ করবে এই রোবট। ফলে পান্নালাল ইনস্টিটিউশনের শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ তৈরি করতে চলেছে এক নতুন নজির।
Location :
Kalyani,Nadia,West Bengal
First Published :
Oct 09, 2025 1:49 PM IST








