Supreme Court: উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের, হাল ফিরবে বিশ্ববিদ্যালয়গুলির? বড় আশ্বাস ব্রাত্যর
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
মুখ্যমন্ত্রী সুপারিশ করা নামের প্যানেল থেকেই উপাচার্য নিয়োগ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। যদি সেই নামের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ না করা হয় তাহলে তার কারণ এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। শিক্ষাজগতের বিভিন্ন শাখা থেকেই উপাচার্য নিয়োগ হতে পারে।
কলকাতা: সপ্তাহের শুরুতেই নিয়োগের জট কাটল। উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার রায় বেরোল সোমবার। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত পরিচালিত কমিটির দ্বারা উপাচার্য বাছাই হবে। প্রয়োজন হলে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রদত্ত তালিকা থেকে আরও ৪ জনকে কমিটিতে রাখতে পারেন। সব বিশ্ববিদ্যালয়ের জন্য একসঙ্গে কমিটি গঠন করা হতে পারে। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সার্চ কমিটিও করতে পারেন চেয়ারম্যান। কমিটির সদস্যরা নাম প্রস্তাব করবেন। প্রতিটি কমিটি ৩ জন করে উপাচার্যের নাম প্রস্তাব করবে। সেই সুপারিশ যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব মতামত জানিয়ে বা পছন্দ অপছন্দ অনুসারে মন্তব্য সংযোজন করে সেই তালিকাকে ক্রমানুযায়ী সাজিয়ে আচার্যর কাছে পাঠাবেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উপাচার্য নিয়োগ করবেন।
মুখ্যমন্ত্রী সুপারিশ করা নামের প্যানেল থেকেই উপাচার্য নিয়োগ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। যদি সেই নামের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ না করা হয় তাহলে তার কারণ এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। শিক্ষাজগতের বিভিন্ন শাখা থেকেই উপাচার্য নিয়োগ হতে পারে। এই প্রক্রিয়ায় আগেকার কোনও সমস্যা মেটানোর থাকলে তা সুপ্রিম কোর্টে উত্থাপন করা যাবে। উচ্চশিক্ষা বিভাগ নোডাল বিভাগ হিসেবে কাজ করবে।
advertisement
advertisement
— Bratya Basu (@basu_bratya) July 8, 2024
চেয়ারম্যানকে প্রতি কমিটির জন্য ৩ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়াও মিলবে ইকোনমি ক্লাসের বিমান ভাড়া। ৩ মাসের মধ্যে রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ শেষ করতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশ। এ দিন উপাচার্য নিয়োগ মামলার শুনানির পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে এই নিৰ্দেশকে ‘গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 12:36 PM IST