Open Book Exams CBSE: বই খুলে পরীক্ষা? নবম থেকে দ্বাদশ 'ওপেন বুক পরীক্ষা'র পরিকল্পনা প্রস্তাব নিয়ে ভাবনায় CBSE বোর্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Open Book Exams CBSE: ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের প্রস্তাব অনুযায়ী, এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বই খুলে পরীক্ষা দেওয়ার কথা বিবেচনা করছে সিবিএসই।
কলকাতা: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) গত বছর প্রকাশিত নতুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ) এর সুপারিশগুলির সঙ্গে সঙ্গতি রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওপেন বুক এক্সাম (ওবিই)-এর কথা বিবেচনা করছে।
ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের প্রস্তাব অনুযায়ী, এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বই খুলে পরীক্ষা দেওয়ার কথা বিবেচনা করছে সিবিএসই। একটি সংবাদমাধ্যমে রিপোর্টের দাবি, নবম এবং দশম শ্রেণিতে ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানের ক্ষেত্রে ওপেন বুক টেস্ট করানোর প্রস্তাব দিয়েছে সিবিএসই। এছাড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি, বায়োলজি এবং অঙ্কের ওপেন বুক পরীক্ষা করানোর কথা প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
এই বছরের শেষের দিকে এই পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। এই প্রস্তাব দিয়ে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মতামত জানতে চেয়েছে সিবিএসই। এর আগে ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত নবম এবং একাদশ শ্রেণিতে ওপেন বুক পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়নের পরীক্ষা চালিয়েছিল সিবিএসই। তবে সেই সময় পড়ুয়া এবং অভিভাবকরা এই নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: খেলছেন শোয়েব মালিক, খেলা দেখছেন স্ত্রী সানা! গোটা গ্যালারিতে চিৎকার ‘সানিয়া… সানিয়া…’, দেখুন
ফের একবার এই ধরনের মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এই ওপেন বুক টেস্ট হতে পারে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা দেওয়ার বিকল্প প্রদান করা হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতেই এই পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 11:49 PM IST