NTPC Executive Recruitment 2021|| সুবর্ণ সুযোগ! ইন্টারভিউ দিয়ে NTPC-র একজিকিউটিভ পদে চাকরির সুযোগ! দেরি না করে আবেদন করুন...

Last Updated:

NTPC Executive Recruitment 2021: প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

NTPC-র একজিকিউটিভ পদে চাকরি। সংগৃহীত ছবি।
NTPC-র একজিকিউটিভ পদে চাকরি। সংগৃহীত ছবি।
#নয়াদিল্লি: সম্প্রতি এনটিপিসি লিমিটেডের (NTPC Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একজিকিউটিভ (Executive) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এনটিপিসি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। শুধুমাত্র ভারতীয়রাই আবেদনের যোগ্য। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদসংখ্যা 
একজিকিউটিভ (হাইড্রো)
একজিকিউটিভ (হাইড্রো)১০
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাএনটিপিসি লিমিটেড (NTPC Limited)
পদের নামএকজিকিউটিভ (হাইড্রো)- মেকানিক্যাল, একজিকিউটিভ (হাইড্রো)- সিভিল
শূন্যপদের সংখ্যা১৫
কাজের স্থানভারত
কাজের ধরনস্থায়ী পদ
নির্বাচন পদ্ধতিমূলত ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতামেকানিক্যাল ইনিনিয়ারিংয়ে বিই/ বি.টেক ডিগ্রি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন৩০.১১.২০২১
advertisement
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীরা মেকানিক্যাল ইনিনিয়ারিংয়ে বিই/ বি.টেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়াও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর হতে হবে।
advertisement
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীদের সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ অনলাইন লিখিত পরীক্ষারও আয়োজন করতে পারেন।
আবেদন ফি:
জেনারেল/ ওবিসি/ অর্থনৈতিক ভাবে অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন চাকরিজীবীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NTPC Executive Recruitment 2021|| সুবর্ণ সুযোগ! ইন্টারভিউ দিয়ে NTPC-র একজিকিউটিভ পদে চাকরির সুযোগ! দেরি না করে আবেদন করুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement