UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো

Last Updated:

ছোট থেকেই জীবনে এসেছে একাধিক বাধা-বিপত্তি । কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে, জয়প্রকাশ শাহ ইউপিএসসির (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস(ISS) পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক করেন ২৭৷

UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো
UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো
খুব একটা সুখকর ছিল না শৈশব । ছোট থেকেই জীবনে এসেছে একাধিক বাধা-বিপত্তি । কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে, জয়প্রকাশ শাহ ইউপিএসসির (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস(ISS) পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক করেন ২৭৷ খুব দরিদ্র পরিবারে তাঁর বড়ও হয়ে ওঠা। তাঁর মা গায়ত্রী দেবী মাঠে ছাগল চরিয়েও সময় বার করে ছেলের দেখাশোনা করতেন। তাঁর বাবা কানহাইয়া শাহ, একজন কাঠমিস্ত্রি।
মাঝৌলিয়া ব্লকের জোকাটিয়া পঞ্চায়েতের ওয়ার্ড-৬-এর বাসিন্দা, জয়প্রকাশ মাত্র ২৬ বছর বয়সে ইউপিএসসির (UPSC) অধীনে আইএসএস (ISS) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইউপিএসসিকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা বলা হয়। আইএসএসে সারা ভারতে মোট ২৯ জন প্রার্থীকে নেওয়া হয়, যার মধ্যে জয়প্রকাশ ২৭ তম স্থান অর্জন করেছেন। তাঁর কথায় তাকে দুবছর প্রশিক্ষণের পর কোনও না কোনও মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
২০১২ সালে, গ্রাম থেকেই ম্যাট্রিকুলেশন পাস করার পরে, জয়প্রকাশ পাটনা বিজ্ঞান কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম‍্যাক (MAC) পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পর্যন্ত তিনি তাঁর বাবার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিলেন কিন্তু তারপর, তিনি একটি কোম্পানির জন্য ফ্রিল্যান্সিং শুরু করেন এবং নিজের পড়াশোনার খরচ নিজেই জোগান।
advertisement
প্রথম থেকেই তিনি তাঁর লক্ষ্য খুবই স্থির রেখেছিলেন। তিনবার আইএসএস পরীক্ষায় দেওয়ার পর তিনি উত্তীর্ণ হন। গত চার বছর ধরে তিনি তাঁর বাড়িতে যাননি, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ইউপিএসসি পাশ করার পরেই গ্রামে যাবেন। এখন শুধু পরিবার নয়, গোটা গ্রাম তাঁর সাফল্য উদযাপন করছে।
advertisement
তাঁর বাবা, কানহাইয়া শাহ, পেশায় একজন ছোট মাপের কাঠমিস্ত্রি, যিনি বেশিরভাগই সময় অন্য রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করেন। বর্তমানে তিনি উত্তরাখণ্ডের নৈনিতালে আছেন। জয়প্রকাশের মা গায়ত্রী দেবী একজন গৃহিণী, যিনি ক্ষেতে ছাগল চরাতেন এবং পরিবারের দেখাশোনা করেন তাঁর স্বামীর বোঝা কমানোর জন্য। জয়প্রকাশের দুই ছোট ভাই আছে, যারা গ্রামেই পড়াশোনা করছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC পরীক্ষায় উত্তীর্ণই নয়, সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৭! কাঠমিস্ত্রির ছেলে জয়প্রকাশ এখন গোটা দেশের হিরো
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement