North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন IPS-কে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, বদল আরও ৫ বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

North Bengal University: রাজ্য-রাজভবন বিতর্কের মাঝেই রবিবার ফের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
কলকাতা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল হল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে রথীন বন্দ্যোপাধ্যায় থেকে সরিয়ে দিয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠানো হল। তাঁর জায়গায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রনকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হল।
রাজ্য-রাজভবন বিতর্কের মাঝেই রবিবার ফের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে কোনও অধ্যাপক নন, নিয়োগ প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রনকে৷ এরই সঙ্গে মুর্শিদাবাদ, মহাত্মা গান্ধি, আলিপুরদুয়ার, বিশ্ববাংলা, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য নিয়োগ করা হয়েছে অধ্যাপক বিবি পাড়িদাকে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্য়াপক নিখিল চন্দ্র রায়, আলিপুরদুয়ারে হলেন রথীন বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এলেন দিলীপ মাইতি।
advertisement
advertisement
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্যের বিবাদ চলছেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ ছিল, রাজ্যকে কোনও কিছু না জানিয়েই উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য সিভি আনন্দ বোস। এ নিয়ে দুপক্ষের মধ্যে কটাক্ষও শোনা গিয়েছে একাধিক সময়ে। এরই মধ্যে ফের ১ অক্টোবর ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
North Bengal University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন IPS-কে উপাচার্য নিয়োগ রাজ্যপালের, বদল আরও ৫ বিশ্ববিদ্যালয়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement