North 24 Parganas News:সিভিক ভলেন্টিয়ার বাবা, আগামীতে চিকিৎসক কিংবা মন্ত্রী হতে চায় মাধ্যমিকের কৃতি সৌমজিৎ

Last Updated:

মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে নজির গড়ল হাবরা থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ যাদবের ছেলে সৌমজিৎ যাদব

+
কৃতি

কৃতি ছাত্র

উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে নজির গড়ল হাবরা থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ যাদবের ছেলে সৌমজিৎ যাদব। দিন-রাত নানা পরিস্থিতির মধ্যে ডিউটি সামলানো সিভিক ভলেন্টিয়ার বাবার একমাত্র ছেলের এই কৃতিত্বে স্বভাবতই খুশি গোটা বারাসত জেলা পুলিশ পরিবার। সৌমজিৎ বিরা বল্লভ পাড়া হাই স্কুলের ছাত্র। তার মোট নম্বর ৬৬৪। একাধিক বিষয়ে একশোর মধ্যে ৯০-এর ঘরে নম্বর পেলেও, ভৌতবিজ্ঞানে একশোতে একশো পেয়েছে । এই সাফল্যের খবর সামনে আসতেই হাবরা থানার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত আইসি অনুপম চক্রবর্তী সৌমজিৎ-এর হাতে তুলে দেন পুষ্পস্তবক-সহ একটি ল্যাপটপ। উপস্থিত ছিলেন হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও সুবীর কুমার দণ্ডপাঠ, গোবরডাঙ্গা থানার আধিকারিক পিংকি ঘোষ-সহ হাবড়া থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
আইসি অনুপম চক্রবর্তী জানান, সৌমজিৎ শুধু তাঁর পরিবার নয়, গোটা পুলিশ পরিবারের মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে সবসময় পাশে থাকবে জেলা পুলিশ মহল। কৃতি ছাত্র সৌমজিৎ জানান, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। আর তা না হলে রাজনীতিতে এসে মন্ত্রী হতে চায়। পুলিশের কাছ থেকে এমন ভালবাসা ও সম্মান পেয়ে সে অত্যন্ত আনন্দিত। তার বাবা বিশ্বজিৎ যাদব বলেন, আমি গর্বিত, ছেলে সমাজের মুখ উজ্জ্বল করুক, সেটাই চাই। পুলিশ পরিবার আমাদের পাশে আছে, এটা অনেক বড় ভরসা। সৌমজিতের এই কৃতিত্ব আরও অনেক ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলেই মনে করেন জেলা পুলিশে কর্মরত আধিকারিকেরা।
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
North 24 Parganas News:সিভিক ভলেন্টিয়ার বাবা, আগামীতে চিকিৎসক কিংবা মন্ত্রী হতে চায় মাধ্যমিকের কৃতি সৌমজিৎ
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement