WB Higher Secondary Results 2023|| উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের কোনও পড়ুয়া নেই, কী কারণ? জানাচ্ছেন মহারাজ
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
WB Higher Secondary Results 2023: পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত রেজাল্ট করে থাকে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকে গোটা জেলার মানুষ।
পুরুলিয়াঃ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৫৭ দিনের মাথায় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে আট লক্ষেরও বেশি। এই বছর থেকেই প্রথম চালু করা হল কিউআর কোডের মাধ্যমে উচ্চমাধ্যমিকে মার্কশিট বিতরণ।
পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত রেজাল্ট করে থাকে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকে গোটা জেলার মানুষেরা। কিন্তু এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় নাম নেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের। ঠিক কি কারণে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রামকৃষ্ণ মিশন পিছিয়ে পড়ল। কেন এ বছর তাদের ছাত্ররা মেধা তালিকায় জায়গা করতে পারল না? সেই প্রশ্নই এসেছে অনেকের মনে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
এ প্রসঙ্গে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানরূপানন্দ বলেন, “পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মোট ৪৮ জন পরীক্ষার্থী এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা সবাই কৃতকার্য হয়েছে। প্রত্যেকেই স্টার মার্কস পেয়ে পাশ করেছে। কিন্তু যে ভাবে প্রতি বছর ছাত্রদের সাফল্য আসে, এ বছর আশানুরূপ ফল করতে পারেনি পড়ুয়ারা। তার সঠিক কারণ আমরাও বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে কেন ছাত্ররা এতখানি পিছিয়ে পড়ল।”
advertisement
রাজ্যের অন্যান্য স্কুলগুলির মধ্যে থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন অন্যতম। বরাবরই দুর্দান্ত রেজাল্টের জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের নাম থাকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মেধা তালিকায়। এবছরও মাধ্যমিকের পুরুলিয়ার মধ্যে থেকে যে ৬ জন কৃত ছাত্রের নাম মেধা তালিকায় ছিল তারা প্রত্যেকেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাই উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের নাম না থাকায় অনেকটাই হতাশ হয়েছে জেলার মানুষ।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 4:56 PM IST









