School News: স্কুলে আর থাকছে না লাস্ট বেঞ্চ! কেরলের ধাঁচে ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ বীরভূমে

Last Updated:

No Back Benchers: এখন থেকে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে ইংরেজি ইউ-এর মতন করে। আর তাতেই সবাই বসছে সামনের বেঞ্চে। সব পড়ুয়াকে নজরে রাখতে পারছেন শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের এই অভিনব চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।

+
স্কুল

স্কুল

বীরভূম: প্রত্যেকের প্রথম স্কুলে যাওয়ার দিন। প্রথমবার পাস অথবা ফেল অথবা প্রথমবার প্রথম হওয়া, আবার প্রথমবার বন্ধুর সঙ্গে একটা টিফিন ভাগ করে খাওয়া। স্কুল অনেক প্রথম কিছু জানে, আবার এই স্কুলই জানে ফার্স্ট বেঞ্চ এবং একদম শেষের বেঞ্চের না জানা গল্প। যারা প্রথম বেঞ্চে বসে তারা প্রথম সারিতে, আবার অন্যদিকে যারা লাস্ট বেঞ্চে বসে তারা রেজাল্ট বেরোলে লাস্ট এর সারিতে! তবে এর উল্টো কাহিনিও আছে অনেক সময় লাস্ট বেঞ্চ টেক্কা দিয়ে দেয় ফাস্ট বেঞ্চকে।
তবে প্রায় প্রত্যেকটি স্কুলে এই প্রথম বেঞ্চ এবং লাস্ট বেঞ্চের গল্প অনেকটাই এক। তবে এই গল্পেই এবার মেগা টুইস্ট। লাস্ট বেঞ্চে বসে বলে কাউকে যেন ছোট করে না দেখা হয়। আর সেই কারণেই এবার লাস্ট বেঞ্চটাই তুলে দিল- এস এস হাইমাদ্রাসা। “নো ওয়ান ব্যাকবেঞ্চার” পদ্ধতিতে বীরভূম জেলায় প্রথম পাঠদান প্রথা চালু করে নজির সৃষ্টি করল কয়থা এস এস হাইমাদ্রাসা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এখন থেকে সবাই বসবে ফার্স্ট বেঞ্চে। আর কোনও পড়ুয়া থাকবে না পিছনের সারিতে। কেউ আর অবহেলিত নয়। কয়থা স্কুলে পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গেল ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পড়াশোনার ব্যবস্থা। তবে এবার আপনার মনে এই প্রশ্ন আশা করি হচ্ছে সবাই ফার্স্ট বেঞ্চে৷ কীভাবে সম্ভব? প্রশ্নের উত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী আজাদ জানান, কেরলের স্কুলগুলিতে ক্লাসে বসার চিরকালীন ব্যবস্থাটাই বদলে দেওয়া হয়েছে।
advertisement
সেভাবেই কেরলের পথ অনুসরণ করেছে এই স্কুল। তবে এবার প্রশ্ন ব্যাকবেঞ্চার্স বলতে ঠিক কী বোঝায়! সাধারণত শ্রেণিকক্ষে পরপর বেঞ্চগুলি বসানো থাকে। ফলে না চাইতেও কাউকে না কাউকে পিছনের দিকে বসতেই হয়। তাই পিছনের সারিতে বসা পড়ুয়ারা অনেকসময় পড়াশোনা বুঝতে পারে না। আবার শিক্ষক-শিক্ষিকাদের পিছনের বেঞ্চে বসা পড়ুয়াদেরও নজরে রাখা সম্ভব হয় না। তাই এখন থেকে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে ইংরেজি ইউ-এর মতন করে। আর তাতেই সবাই বসছে সামনের বেঞ্চে। সব পড়ুয়াকে নজরে রাখতে পারছেন শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের এই অভিনব চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School News: স্কুলে আর থাকছে না লাস্ট বেঞ্চ! কেরলের ধাঁচে ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ বীরভূমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement