Malda School: No More Backbenchers! পাল্টা হাওয়ায় পাড়ি দিয়ে মালদহের শতবর্ষ প্রাচীন স্কুলের ক্লাসরুমে আর থাকবে না ‘লাস্ট বেঞ্চ’!

Last Updated:

No More Backbenchers: ছাত্রদের মধ্যে উৎসাহ সঞ্চারের উদ্যোগ নিল কর্তৃপক্ষ। জেলা শিক্ষা দফতরের উৎসাহে এই পদক্ষেপ করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় ক্লাসরুম থেকে উঠে যাচ্ছে 'ব্যাক বেঞ্চ' বা লাস্ট বেঞ্চ।

ক্লাসরুমে অভিনব বসার ব্যবস্থা ছাত্রদের জন্য
ক্লাসরুমে অভিনব বসার ব্যবস্থা ছাত্রদের জন্য
সেবক দেবশর্মা  ও  লিপেশ লালা, মালদহ : কেরল, তামিলনাড়ুর পর অবশেষে বাংলাতেও৷  স্কুলে বদলাচ্ছে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা৷ দেখা হচ্ছে যাতে স্কুলজীবন এবং পঠনপাঠন পদ্ধতি থেকেই উঠে যায় ‘ব্যাকবেঞ্চার্স’ বিশেষণ৷ অনুপ্রেরণার উৎস মালয়লম ভাষার ছবি ‘স্থানার্থী শ্রীকুট্টন’৷ এই ছবির বার্তা অনুসরণ করে প্রথমে পদক্ষেপ করে কেরল সরকার এবং তার পর তামিলনাড়ু স্কুলশিক্ষা দফতর৷ সেই তালিকায় এ বার নতুন সংযোজন মালদহের অক্রুরমণি করোনেশন হাই স্কুল৷ শতবর্ষ প্রাচীন এই স্কুলে এ বার ক্লাসরুমে অভিনব বসার ব্যবস্থা ছাত্রদের জন্য৷
ছাত্রদের মধ্যে উৎসাহ সঞ্চারের উদ্যোগ নিল কর্তৃপক্ষ। জেলা শিক্ষা দফতরের উৎসাহে এই পদক্ষেপ করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় ক্লাসরুম থেকে উঠে যাচ্ছে ‘ব্যাক বেঞ্চ’ বা লাস্ট বেঞ্চ। পরিবর্তে ইউ আকৃতি বা অর্ধচন্দ্রাকৃতি আকারে বসবে পড়ুয়ারা৷ ক্লাসরুম ব্যবস্থায় প্রত্যেক পড়ুয়ার নাগালের মধ্যে পৌঁছে পাঠ দেবেন শিক্ষক। কর্তৃপক্ষের ধারণা, এতে ছাত্রদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।
advertisement
advertisement
প্রচলিত ধারণা, পিছনের আসনের ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে পড়ে। নতুন ভাবে সাজানো এই ক্লাসরুম সে ধারণা বদলে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ, এখানে প্রথম বা দ্বিতীয় বেঞ্চ বলে কোনও আসন থাকবে না।
advertisement
সম্প্রতি মালদহের শতবর্ষ প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে “নো মোর ব্যাকবেঞ্চার্স” মডেলের সূচনা হয়েছে। স্কুলের প্রধানশিক্ষক অজয়কৃষ্ণ রায় শিক্ষা দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ক্লাসরুম নিয়ে ছাত্রদের মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাস তুঙ্গে ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Malda School: No More Backbenchers! পাল্টা হাওয়ায় পাড়ি দিয়ে মালদহের শতবর্ষ প্রাচীন স্কুলের ক্লাসরুমে আর থাকবে না ‘লাস্ট বেঞ্চ’!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement