#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কের (National Housing Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার (Managerial) ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Bank Jobs 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Bank Jobs 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Bank Jobs 2021)
NHB Officer Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: প্রচুর পদে পাবলিক রিলেশনস অফিসার নিয়োগ, কোথায় এবং কীভাবে আবেদন করবেন!
বিশদ নোটিশ মিলবে এই লিঙ্কে- https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf
NHB Officer Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NHB Officer Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৪টি পদ
ডেপুটি ম্যানেজার: ২টি পদ
রিজিওনাল ম্যানেজার: ১টি পদ
NHB Officer Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ০১.১২.২০২১
আবেদনপত্র জমা দেওয়ার তারিখ- ৩০.১২.২০২১
কল লেটার প্রদান করা হবে পরীক্ষার ১০ দিন আগে
স্কেল-১ এবং ২ এর অনলাইন পরীক্ষা জানুয়ারি/ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল হাউজিং ব্যাংক (National Housing Bank) |
পদের নাম: | ম্যানেজার ও অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৭ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | JMGS-I (AM) এবং MMGS-II (DM) পদের জন্য অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ, SMGS-IV (RM) পদের জন্য শর্টলিস্ট এবং ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০১.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ৩০.১২.২০২১
NHB Officer Recruitment 2021: আবেদনের যোগ্যতা
আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানতে প্রার্থীরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf
আরও পড়ুন: ইউনিয়ন পাবলিক সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন
NHB Officer Recruitment 2021: বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
ডেপুটি ম্যানেজার: ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
রিজিওনাল ম্যানেজার: ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
NHB Officer Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
JMGS-I (AM) এবং MMGS-II (DM) পদের জন্য অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। SMGS-IV (RM) পদের জন্য শর্টলিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs, Government Jobs, Job News