Job Alert: জঙ্গলমহলে চাকরির সুযোগ! ছাত্রীদের হোস্টেলের জন্য কর্মী নিয়োগ...আজই আবেদন করুন

Last Updated:

New Job Alert: গোপীবল্লভপুর এক নম্বর উন্নয়ন ব্লকের আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের আদিবাসী ছাত্রী হোস্টেলের জন্য অস্থায়ীভাবে হোস্টেলের সুপার, রাঁধুনি এবং হেল্পার পদে নিয়োগ করা হবে। 

আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ এর ছবি
আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ এর ছবি
ঝাড়গ্রাম: জঙ্গলমহলে রয়েছে চাকরির সুযোগ। আপনি কি স্নাতক পাশ, আপনার বয়সে কি ২১, বাড়িতে বসে রয়েছেন? অস্থায়ীভাবে হোস্টেলের সুপার, রাঁধুনি এবং হেল্পার পদে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি করছেন কেন, আজই আবেদন করুন। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। গোপীবল্লভপুর এক নম্বর উন্নয়ন ব্লকের আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের আদিবাসী ছাত্রী হোস্টেলের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। ১) ‘হোস্টেল সুপার’ পদের জন্য শুধু আবেদন করতে পারবেন মহিলারা বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর সর্বোচ্চ ৪০ বছর, বেতন ১০,০০০ টাকা। ২) ‘রাঁধুনি’ পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, বয়স সর্বনিম্ন ২১ বছর সর্বোচ্চ ৪০ বছর, বেতন ৭০০০ টাকা। এবং ৩) ‘হেল্পার’ পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, বয়স সর্বনিম্ন ২১ বছর সর্বোচ্চ ৪০ বছর, বেতন ৫০০০ টাকা।
আরও পড়ুনঃ আইআইটি-আইআইএমের স্নাতক, কোটি টাকার প‍্যাকেজ ছেড়ে নিরাপত্তারক্ষীর চাকরি শুরু! তিনি কে জানেন? 
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চলতি মাসের ১৫ থেকে ৩০ তারিখ বিকাল ৫:৩০ টা পর্যন্ত আবেদন গৃহীত হবে। ব্লক অফিসের ড্রপবক্সে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পাঠান যাবে এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে। আবেদন পাঠাবেন গোপীবল্লভপুর এক নম্বর উন্নয়ন ব্লক, গ্রাম – ছাতিনাশোল, থানা – গোপীবল্লভপুর, জেলা – ঝাড়গ্রাম, পিন কোড – ৭২১৫০৪ ঠিকানায়। আবেদনের সঙ্গে দিতে হবে, প্রয়োজনীয় সমস্ত জেরক্স। ইন্টারভিউএর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে।
advertisement
কী ভাবে নিয়োগ হবে?
advertisement
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে আবেদন গৃহীত হওয়ার পর, কর্মপ্রার্থীদের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে। যারা সুপার পদের জন্য আবেদন করবেন তাদের ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে ৭৫ নম্বর বাকি ২৫ নম্বর হবে ইন্টারভিউ। হেল্পার এবং রাঁধুনি এই দুই পদের জন্য সরাসরি ইন্টারভিউ। যার তারিখ সরাসরি ব্লক অফিসের নোটিশ বোর্ড এবং আবেদনকারীদের এসএমএস বা মেল অথবা কল লেটার বা এডমিট কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
কী কী পদ্ধতি অনুসরণ করবেন আবেদনকারীরা ?
প্রথমে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আবেদনের ফর্মটি। তারপর সেটি ভাল করে পূরণ করবেন। কোনও তথ্য ভুল থাকলে অথবা ভুল তথ্য দিলে বাতিল হতে পারে আপনার আবেদনটি। ৩০ তারিখ বিকাল ৫:৩০ টার মধ্যে আবেদন না পৌঁছলে সেটি বাতিল করা হবে। আবেদনের জন্য প্রয়োজন একটি ইমেইল আইডি। আবেদন গৃহীত হলে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর, এডমিট কার্ড। আবেদন করার আগে একবার ভাল করে চোখ বুলিয়ে নেবেন মূল বিজ্ঞপ্তিতে তারপর আবেদন করবেন। মূল বিজ্ঞপ্তিটি দেখার জন্য ক্লিক করুন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে jhargram.gov.in অথবা নিচের লিংকে
advertisement
https://jhargram.gov.in/notice_category/recruitment/
তন্ময় নন্দী 
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Alert: জঙ্গলমহলে চাকরির সুযোগ! ছাত্রীদের হোস্টেলের জন্য কর্মী নিয়োগ...আজই আবেদন করুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement