NEET 2022 Results: NEET পরীক্ষায় নজরকাড়া ফল! দেবাঙ্কিতার সাফল্যে উৎসবের মেজাজ মহিষাদলে!

Last Updated:

NEET 2022 Results: ২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর খড়গপুরের একটি প্রতিষ্ঠানে নিট-এর প্রশিক্ষণ নেওয়া শুরু করে মেধাবী এই ছাত্রী। অবশেষে মিলল সাফল্যের স্বাদ।

 NEET পরীক্ষায় নজরকাড়া ফল
NEET পরীক্ষায় নজরকাড়া ফল
#পূর্ব মেদিনীপুর: ফের সর্বভারতীয় পরীক্ষায় বাঙালির জয়জয়কার। সর্বভারতীয় নিট পরীক্ষার ফলাফলে ২২তম স্থান দখল করে চমকে দিল মহিষাদলের দেবাঙ্কিতা বেরা। বাংলায় দেবাঙ্কিতার স্থান তৃতীয়। নজরকাড়া এই সাফল্যে খুশির হাওয়া তার স্কুলের শিক্ষক থেকে এলাকাবাসীর মধ্য়ে। ৭২০ নম্বরের পরীক্ষায় দেবাঙ্কিতার প্রাপ্ত নম্বর ৭০৫।
পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মহিষাদলের গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল দেবাঙ্কিতা। মাধ্যমিক পাশ করার পর সে ভর্তি হয় মহিষাদলের রাজ হাইস্কুলে। ২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর খড়গপুরের একটি প্রতিষ্ঠানে নিট-এর প্রশিক্ষণ নেওয়া শুরু করে মেধাবী এই ছাত্রী। অবশেষে মিলল সাফল্যের স্বাদ। উপযুক্ত প্রশিক্ষণ ও ছিল বাবা-মা-র উৎসাহে আজ সর্বভারতীয় পরীক্ষায় বিশেষ জায়গা করে গোটা বাংলার গর্বের কারণ হয়েছে পূর্ব মেদিনীপুরের এই মেয়ে।
advertisement
advertisement
দেবাঙ্কিতার বাবা-মা দুজনেই পেশায় শিক্ষক। বাবা চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের গণিতের শিক্ষক। মা মামুদপুর গোবিন্দ শিক্ষা নিকেতনে বাংলা পড়ান। এই সাফল্যে বাবা-মা-র অবদান অনস্বীকার্য বলে জানাল দেবাঙ্কিতা।
advertisement
এবার নিট-এ বসেছিলেন ১৮.৭২ লাখ পরীক্ষার্থী। ওই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে কোয়ালিফাই করেছেন ৯,৯৩,০৬৯ জন। এদের মধ্যে প্রথম হয়েছেন রাজস্থানের তানিশকা। এবার নিট-এ ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ নম্বর পেয়েছেন মোট ৪ জন। তবে তাদের নম্বরের শতাংশের হারে পার্থক্য রয়েছে। সেই অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন আশিষ বাত্রা, তৃতীয় স্থানে নাগভূষণ গাঙ্গুলে এবং চতুর্থ স্থানে রুচা পাওয়াসে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET 2022 Results: NEET পরীক্ষায় নজরকাড়া ফল! দেবাঙ্কিতার সাফল্যে উৎসবের মেজাজ মহিষাদলে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement