গেট পাশ না করেও এমটেক করার সুবর্ণ সুযোগ, বাংলার এই বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়েছে! বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গেট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ না করেও এমটেক পড়ার সুবর্ণ সুযোগ। বাংলার বিশ্ববিদ্যালয়ে এমনই সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য।
কলকাতা: গেট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ না করেও এমটেক পড়ার সুবর্ণ সুযোগ। বাংলার বিশ্ববিদ্যালয়ে এমনই সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাস্টার অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক পড়া যাবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ না হলেও ভর্তি হতে পারবেন আগ্রহীরা। ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা (ফিজিক্স) বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
আরও পড়ুন: চাকরিরতদের জন্য বিরাট সুযোগ যাদবপুরে, ইঞ্জিনিয়ারিং পড়া যাবে খুব কম খরচে! আসন সংখ্যা ১৬২
আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ রেডিয়ো ফিজিক্স/ ইলেক্ট্রনিক্স-এ ফিজিক্স অথবা ইলেক্ট্রনিক্স বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। যদি গেট উত্তীর্ণ থাকে তা হলে অগ্রাধিকার মিলবে।
advertisement
advertisement
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং অনুসারে ভারতের শীর্ষ ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো? সামনে এল তালিকা, দেখে নিন
কীভাবে ও কতদিন আবেদন করা যাবে?
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ অগাস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। পাশাপাশি আবেদনমূল্য ৪৫০ টাকা জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 4:23 PM IST