kendriya vidyalaya: ‘সাংসদদের সুপারিশে পড়ুয়া ভর্তি করা যাবে না’, কেন্দ্রীয় বিদ‍্যালয় নিয়ে স্পষ্ট বার্তা মোদি সরকারের

Last Updated:

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী লোকসভায় জানিয়ে দিলেন, এই কোটা পুনরুদ্ধারের কোনও ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই।


‘সাংসদ কোটায় পড়ুয়া ভর্তি করা যাবে না’, কেন্দ্রীয় বিদ‍্যালয় নিয়ে স্পষ্ট বার্তা মোদি সরকারের
‘সাংসদ কোটায় পড়ুয়া ভর্তি করা যাবে না’, কেন্দ্রীয় বিদ‍্যালয় নিয়ে স্পষ্ট বার্তা মোদি সরকারের
দেশে কেন্দ্রীয় বিদ‍্যালয়ে ভর্তির ক্ষেত্র এমপিদের সুপারিশে ব‍্যবহার আবার শুরু হবে কিনা এই নিয়ে চাপানউতোর চলছিল। অবশেষে স্পষ্ট উত্তর মিলল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী লোকসভায় জানিয়ে দিলেন, এই কোটা পুনরুদ্ধারের কোনও ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী লোকসভায় বলেন,‘‘কেন্দ্রীয় বিশ্ববিদ‍্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংসদের সদস‍্যদের সুপারিশে ফের ব‍্যবহার করবার কোনও প্রস্তাব নেই। কেবি মূলত রক্ষা এবং আধা সেনা বাহিনী, কেন্দ্রীয় স্বায়ত্বশাসিত সংস্থা, পিএসইউ এবং কেন্দ্রীয় উচ্চ শিক্ষা সংস্থান (IHL)-এর সঙ্গে স্থানান্তরণীয় কেন্দ্র সরকারের কর্মচারীদের সন্তানদের শিক্ষাদীক্ষার জন‍্য খোলা হয়েছে।’’
advertisement
আগের নিয়ম অনুযায়ী সংসদদের কাছে ১০ জন শিশুকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির সুপারিশ করবার ক্ষমতা ছিল। কেন্দ্র সরকার গত বছর, কেন্দ্রীয় সরকার এমপিদের-সহ কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ভর্তির জন্য কোটা বাতিল করেছে। এক্ষেত্রে সরকারের উদ্দেশ্য ছিল কেন্দ্রের আর্থিক সহায়তায় যেসমস্ত স্কুলগুলি চলে, সেখানে ৪০,০০০-এরও বেশি আসন খালি করা। দেশে ১২০০ কেন্দ্রীয় বিশ্ববিদ‍্যালয় আছে। স্কুলগুলিতে ১৪.৩৫ লক্ষ ছাত্র পড়াশোনা করে।
advertisement
সোমবার সংসদে সরকারের পক্ষ থেকে জানান হয় যে গত ১০ মাসে কেন্দ্রীয় উচ্চ বিদ‍্যালয়গুলিতে ১৩ হাজার শূন‍্যপদে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় একটি লিখিত উত্তরে বলেছেন যে শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রক সমস্ত CHEI-কে মিশনে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি। ৩রা আগস্ট প্রচারাভিযানের অধীনে, CHEI-তে মাত্র ১০ মাসে ১৩৩৭১ টি শূন্যপদ পূরণ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
kendriya vidyalaya: ‘সাংসদদের সুপারিশে পড়ুয়া ভর্তি করা যাবে না’, কেন্দ্রীয় বিদ‍্যালয় নিয়ে স্পষ্ট বার্তা মোদি সরকারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement