Medical Examination: আরও কড়াকড়ি হবে ডাক্তারি পরীক্ষায়! কী কী নতুন নিয়ম আসছে? ঠিক করে দিল রাজ্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Medical Examination: রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠকে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা আনতে একাধিক সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের।
ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। আজ, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠকে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা আনতে একাধিক সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের। আগামী ডিসেম্বর মাসে ডাক্তারির পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় এইসমস্ত নয়া সিদ্ধান্তগুলি লাঘু হবে বলেই জানা গিয়েছে।
কী কী সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে?
১. পরীক্ষার সময়ের গোটা সিসিটিভি ফুটেজ তিন দিনের মধ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে পাঠাতে হবে।
২. প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় পাঠানোর পরে সেটা ছাপানো, সেখান থেকে ছাপিয়ে সেটা সিল করা এবং তারপরে পরীক্ষার হলে সেটা খোলা এই সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে থেকে করতে হবে। সেই ছবিও পরীক্ষার তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় পাঠাতে হবে।
advertisement
advertisement
৩. প্রতি ২৫ জন ছাত্র-ছাত্রী পিছু একজন করে ইনভিজিলেটার বা পরীক্ষক রাখতে হবে।
৪.পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ন্যূনতম এক ঘন্টা আগে পৌঁছোতে হবে। পরীক্ষার্থীদের চেক করার জন্য মহিলা এবং পুরুষ কর্মীরা থাকবেন।
advertisement
৫.পরীক্ষার হলে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা রাখা হবে।
৬.পরীক্ষার হলে অসৎ উপায় ধরা পড়লে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তার খাতা বাতিল করে তার বিরুদ্ধে রিপোর্ট হবে।
advertisement
৭. এছাড়াও এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় যেমন পরীক্ষার খাতায় কোডিং, ডিকোডিং সিস্টেম আনা।
পাশাপাশি, পরীক্ষার খাতায় হোয়াইটনার না ব্যবহার করা সহ একাধিক ব্যবস্থা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 8:37 PM IST