West Bengal Schools: ২৬ জুন পর্যন্ত অপেক্ষা নয়, আগামী সোমবার থেকেই খুলে যাচ্ছে বহু স্কুল, নির্দেশিকা বিশপ হাউসের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Schools: প্রসঙ্গত, সম্প্রতি গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের বেশ কয়েক জনের মৃত্যুর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
#কলকাতা: বিশপ হাউস অনুমোদিত স্কুলগুলি সোমবার থেকেই খোলা হচ্ছে। লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট থমাস, ইউনিয়ন চ্যাপেল স্কুল সহ মোট ১৪ টি স্কুল সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এই মর্মে নির্দেশিকা জারি করল বিশপ হাউস। কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং শুক্রবার বলেন, ''এখন গরম অনেকটাই কমে গেছে। সরকারি নির্দেশকে আমরা সম্মান করি। কিন্তু আমরা মনে করছি আবহাওয়া অনেকটাই অনুকূল হয়েছে। উপযুক্ত সময় হয়ে এসেছে স্কুল খোলার। বাচ্চারা স্কুলে না এলে ওদেরই সমস্যা। তাই আমরা ভাবনাচিন্তা করেছি ২০ জুন থেকেই স্কুল খুলবো। পরে যদি আবার গরমের সমস্য়া হয়, আবার সিদ্ধান্ত বদলানো যেতে পারে।'' তিনি জানান, বিশপ হাউস অনুমোদিত স্কুলগুলির সব ক্লাসের পড়ুয়াদের জন্যই সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে স্কুল।
প্রসঙ্গত, সম্প্রতি গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের বেশ কয়েক জনের মৃত্যুর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এরপরেই বাড়ানো হলো গরমের ছুটি (Summer Vacation)। আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হল। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর (Bengal School Summer Vacation)।
advertisement
advertisement
শুধু তাই নয়, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল নবান্ন। রাজ্যে এই দুই বোর্ড অনুমোদিত যে স্কুলগুলি রয়েছে, সেখানেও যাতে এই নির্দেশিকার বিষয়টি কার্যকরী করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছিল রাজ্য।
advertisement
প্রসঙ্গত, গত রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে (Heat Wave Bengal) প্রাণহানী এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) স্কুলের বাচ্চাদের বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী মনে করছেন, এমন ভয়াবহ গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা খুবই অসুবিধায় পড়বে। তার পরেই তিনি শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। সেই মতো নির্দেশিকাও জারি হয়। কিন্তু এবার বিশপ হাউস অনুমোদিত স্কুলগুলি সেই সিদ্ধান্তে কিছুটা বদল ঘটিয়ে সোমবার থেকেই দরজা খুলে দিচ্ছে।
view commentsLocation :
First Published :
June 17, 2022 7:17 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal Schools: ২৬ জুন পর্যন্ত অপেক্ষা নয়, আগামী সোমবার থেকেই খুলে যাচ্ছে বহু স্কুল, নির্দেশিকা বিশপ হাউসের