Bhatnagar Award: বাঙালির গর্বের দিন, ভাটনগর পুরস্কার প্রাপ্তি ৪ বাঙালি বিজ্ঞানীর! কোভিড গবেষককে শুভেচ্ছা মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কোভিডের ওপর গবেষণা করে ভাটনগর পুরস্কার পাওয়ায় বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
কলকাতা: দেশের মঞ্চে বাঙালি বিজ্ঞানীদের জয়জয়কার৷ বিজ্ঞানে দেশের সর্বোচ্চ সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’-এ সম্মানিত হলেন চার বাঙালি বিজ্ঞানী৷ কোভিডের ওপর গবেষণা করে ভাটনগর পুরস্কার পাওয়ায় বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷
ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়৷ তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী৷ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ্য দাস। বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি। মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত।
advertisement
চিকিৎসা বিজ্ঞানে বহুবছর পরে ভাটনগর সম্মান পেলেন বাঙালী বিজ্ঞানী দীপ্যমান৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন,‘‘ভাটনগর সম্মান পাওয়ায় ড: দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই৷ কোভিড সংক্রান্ত গবেষণায় তাঁর অসাধারণ কাজ তাঁকে এই সম্মান এনে দিল৷ চিকিৎসা বিজ্ঞানে বহুবছর পর কোনও বাঙালি বিজ্ঞানী এই সম্মান পেলেন৷’’
advertisement
দেশের ১২ জন বিজ্ঞানীকে এই সম্মানে সম্মানিত করা হল৷ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) এর প্রতিষ্ঠা দিবসে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। CSIR-এর প্রথম ডিরেক্টর শান্তি স্বরূপ ভাটনাগরের নামানুসারে, প্রতি বছর সাতটি বৈজ্ঞানিক শাখায় এই পুরস্কার দেওয়া হয়।
advertisement
জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্থ, বায়ুমণ্ডল, মহাসাগর এবং গ্রহ বিজ্ঞানের মতো ৭ টি বিষয়ে এই পুরস্কার দেওয়া হয়৷ ভাটনগর পুরস্কার স্বরূপ গবেষকদের ৫ লক্ষ টাকা নগদ দেওয়া হয়৷ ৪৫ বছরের কম বয়সী বিজ্ঞানীরা এই সম্মান পেয়ে থাকেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 9:12 PM IST